রাঁচি: একদিকে যখন ভারতীয় বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ পড়া নিয়ে তুঙ্গে মহেন্দ্র সিংহ ধোনির অবসর জল্পনা, ঠিক তখনই ব্যাট হাতে ঝাড়খণ্ড রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করতে পৌঁছে গেলেন মাহি। ব্যাট করলেন। নিয়ম মাফিক অনুশীলনও সারলেন প্রাক্তন অধিনায়ক।
হোম টিমের সঙ্গে গা-ঘামিয়ে মাহি বুঝিয়ে দিলেন আইপিএল-কেই পাখির চোখ করে এগোচ্ছেন তিনি। তারপরই কি তিনি বিদায় জানাবেন ক্রিকেটকে? এই প্রশ্নটা আপাতত দূরে সরিয়েই রেখেছেন তিনি, তেমনটাই বলছে তাঁর শরীরি পরিভাষা।
মাহি যে আজ ঝাড়খণ্ড রঞ্জি দলের সঙ্গে প্র্যাকটিসে নামবেন, সেই খবর নাকি টিম ম্যানেজমেন্টের কাছেও ছিল না। খবর ঘনিষ্ঠ সূত্রে।
ধোনি আজ অনুশীলনে এনেছিলেন নতুন একটি বোলিং মেশিন। ঝাড়খণ্ড দলের সকলে যখন লাল বলে অনুশীলন করছিল, মাহি ব্যস্ত ছিলেন সাদা বল নিয়ে খেলতে।
শেষ বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছিলেন ধোনি। তারপর এই প্রথম তাঁকে ব্যাট হাতে অনুশীলন করতে দেখা গেল।
ইতিমধ্যেই টিম ইন্ডিয়া কোচ রবি শাস্ত্রী ইঙ্গিত দিয়েছেন, শিগগিরিই ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিতে পারেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। কিন্তু যদি আইপিএলে ভাল খেলেন, তাহলে থাকতে পারেন অক্টেবর-নভেম্বরের টি-২০ বিশ্বকাপের দলে।
যদিও নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে একটিও কথা বলেননি ধোনি।