কার্ডিফ: বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ জিতে বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে চনমনে ভারতীয় শিবির। অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকেও পাওয়া গেল খোশমেজাজে। বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ফাঁস করলেন দলের অন্দরের অনেক খবর।

ভারতীয় অলরাউন্ডারের সামনে র‌্যাপিড ফায়ার রাউন্ড রেখেছিল আইসিসি। যেখানে এক কথায় একাধিক প্রশ্নের উত্তর দিতে হয় জাডেজাকে। প্রথমেই তাঁকে প্রশ্ন করা হয়, ভারতীয় দলের মধ্যে সেলফি তুলতে সবচেয়ে ভালবাসেন কে? জাডেজা জানান, শিখর ধবন। সবচেয়ে খারাপ নাচেন কে? জাডেজার উত্তর, 'মহেন্দ্র সিংহ ধোনি।' মাইক্রোফোন হাতে পেলেই গান করেন কে? জাডেজার জবাব, বিরাট কোহলি।

যুজবেন্দ্র চাহালকে নিয়ে আরও মজার তথ্য শুনিয়েছেন জাডেজা। বলেছেন, গুগলে নিজের নাম নিয়ে সবচেয়ে বেশি সার্চ করেন এই তারকা লেগস্পিনার। বিমানের টিকিট আপগ্রেড করায় কে? জাডেজা শুনিয়েছেন মহম্মদ শামির নাম। সেই সঙ্গে জাডেজা জানিয়েছেন, রোম্যান্টিক কমেডি দেখতে ভালবাসেন যশপ্রীত বুমরা।



সকালে সবচেয়ে বদমেজাজি থাকেন কে? জাডেজার উত্তর, 'যুজবেন্দ্র চাহাল'। জাডেজা জানিয়েছেন, কফি পান করতে সবচেয়ে ভালবাসেন রোহিত শর্মা। টিমবাসে ওঠার জন্য সবেচেয়ে দেরি কে করেন? 'রোহিত শর্মা', জানিয়েছেন জাডেজা। সঙ্গে বলেছেন, 'বিরাট কোহলি সবসময় জিমে থাকে। আর সারাক্ষণ ফোন নিয়ে সময় কাটায় শিখর ধবন।'

আইসিসি পরে সাক্ষাৎকারের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায়।