নয়াদিল্লি: ভারতীয় দলের কোচ অনিল কুম্বলেকে ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। বোর্ডের পদস্থ আধিকারদের সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, কুম্বলে বেশ কয়েকবারই সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে কথাবার্তার বিষয়বস্তু ফাঁস করেছেন বলে অভিযোগ উঠেছে।
দলে কোচ ও অধিনায়কের সম্পর্ক এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে কুলদীপ যাদবকে খেলানোর প্রস্তাব দিয়েছিলেন কুম্বলে।কিন্তু কোহলি তা নাকচ করে দেন।


সূত্রের খবর, কুম্বলের সঙ্গে আস্থার সম্পর্ক ফের গড়ে তোলা দলের কোন সদস্যের পক্ষেই সহজ কাজ হবে না বলে স্পষ্ট করে দিয়েছেন কোহলি।
উল্লেখ্য, গত বছরই শাস্ত্রীর জায়গায় কুম্বলেকে টিম ইন্ডিয়ার কোচ বেছে নিয়েছিল সৌরভ, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গঠিত কমিটি।
অধিনায়ক বিরাট কোহলি ও কোচ কুম্বলের বনিবনার অভাবের খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছে দেশের ক্রিকেট মহলে। অনেকেরই অনুমান, কোচ পদে কুম্বলের মেয়াদ শেষ হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। টিম ইন্ডিয়ার কোচ পদে আবেদন জানানোর দিন শেষ দিন ৩১ মে। এই অবস্থায় কৌতুহল, কুম্বলের মেয়াদ শেষ হলে কোহলিদের কোচ কে হবেন? এক্ষেত্রে দুটি নাম উঠে এসেছে। প্রথম জন টিম ইন্ডিয়ার প্রাক্তন ডিরেক্টর রবি শাস্ত্রী, দ্বিতীয়জন বীরেন্দ্র সহবাগ।
জানা গেছে, কোহলির সঙ্গে শাস্ত্রীর সম্পর্কের সমীকরণ দারুন ছিল। গত বছর কোচ নিয়োগ নিয়ে বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি-র সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শাস্ত্রীর বাকযুদ্ধ চরমে উঠেছিল। তাই এবার তিনি যে নিজে থেকে আবেদন করবেন না, ঘনিষ্ট মহলে এমন বার্তাই দিয়েছেন শাস্ত্রী। বোর্ড
কুম্বলের জায়গায় পরবর্তী কোচ হিসেবে শাস্ত্রীর পাশাপাশি সহবাগ ও  ভারতের জুনিয়র দলের কোচ রাহুল দ্রাবিড়ের নামও শোনা যাচ্ছে। কিন্তু দ্রাবিড় আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে যুক্ত। তাই লোধা প্যানেলের সুপারিশ অনুযায়ী, টিম ইন্ডিয়ার কোচ পদে নিয়োগের ক্ষেত্রে তা বাধা হয়ে উঠতে পারে। এছাড়াও জানা গিয়েছে, রাহুল এখনই কোহালিদের কোচ হতে চান না। রাহুল জানিয়ে রেখেছেন, পনেরো বছর ধরে ভারতীয় দলের হয়ে খেলার সময় শুধুই বাইরে বাইরে থেকেছেন। এখনই আবার পরিবারকে ছেড়ে ট্র্যাভেল করার ঝক্কি নিতে চান না।
বোর্ডের এক শীর্ষ স্থানীয় কর্তা বীরুর নামও প্রস্তাব করেছেন। কিন্তু কোচ হিসেবে বীরু পরিক্ষীত নন। এছাড়াও জানা গিয়েছে, কোচ পদে নিয়োগ হবেন, এমন নিশ্চয়তা পেলে তবেই আবেদন করবেন বীরু।
বোর্ডের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, টিমে কোনও বড় নাম নয়, একজন ভালো ম্যান ম্যানেজার প্রয়োজন। অতীতে গ্রেগ চ্যাপেলের মতো গ্রেট ক্রিকেটারদের কোচ পদে থাকার সময় টিমে সংঘাতের পরিবেশ তৈরি হয়েছিল। এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি আর চায় না বোর্ড। তাই কোচ নির্বাচনের আগে অ্যাডভাইসরি কমিটি সবদিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে।
এরইমধ্যে জানা গিয়েছে, বোর্ডের প্রশাসক কমিটির প্রধান বিনোদ রাই কুম্বলে ও কোহলির মধ্যে মতবিরোধ প্রশমনের একটা উদ্যোগ নিতে পারেন।
প্রশাসক কমিটির ঘনিষ্ঠ সূত্রের খবর, কুম্বলেকে তারা রাখতে আগ্রহী হলেও এক্ষেত্রে কোহলির মতামত যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাই চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে ইংল্যান্ডে ব্যক্তিগত সফরে যাবেন।আগামী ৫ ও ৬ জুন কোচ পদে ইন্টারভিউর আগে রাই অ্যাডভাইসরি কমিটি সহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গেই কথা বলতে পারেন বলে জানা গিয়েছে। কোনও সমাধান সূত্র না মিলল আগামী ১০ জুন নয়া কোচ নিযুক্ত করা হতে পারে।