করাচি: কথায় বলে ক্যাচ মিস তো ম্যাচ মিস। এই প্রবাদ বাক্যটা হয়ত কোনোদিনই ভুলতে পারবেন না পাকিস্তানের (pakistan) হাসান আলি (hasan ali)। টি-টোয়েন্টি (t20) বিশ্বকাপে অস্ট্রেলিয়ার (australia) বিরুদ্ধে ম্য়াচে ক্য়াচ মিস করেছিলেন। দল সেমিফাইনালেই ছিটকে গিয়েছিল। সেই হারের যন্ত্রণা এখনও কুঁড়ে কুঁড়ে খায় তারকা পেসারকে। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েডের খুবই সহজ ক্যাচ হাতছাড়া করেছিলেন হাসান। এরপর বাঁহাতি অজি তারকাই ম্যাচ বের করে নেন পরের ওভারে। পাকিস্তানকে বিদায় নিতে হয় বিশ্বকাপের মঞ্চ থেকে। এক সাক্ষাৎকারে হাসান আলি বলছেন, ''আমার কেরিয়ারে এখনও পর্যন্ত ওটাই সব থেকে কঠিন মুহূর্ত। এ ধরনের ঘটনা সহজে ভোলা সম্ভব নয়। পেশাদার হিসেবে এগিয়ে যাওয়াটাই নিয়ম। সত্যি বলতে, এখনও একটা কথা কাউকে বলিনি। ওই ঘটনার পরে দু’রাত ঘুমোতে পারিনি। আমার স্ত্রী সেটা দেখে খুব চিন্তিত হয়ে পড়েছিল।''


গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছিল সেবার পাকিস্তান। বাবর আজমের নেতৃত্বে ১০ উইকেটে ভারতকে হারিয়ে দিয়েছিল তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিতেও ভাল জায়গায় ছিল দল। কিন্তু শাহিন আফ্রিদির বলে ওয়েডের ক্যাচ ফস্কানোর খেসারত দিতে হয় গোটা দলকে। হাসান আরো বলেন, ''ক্যাচ ফেলার ঘটনা বারবার আমার মাথা ভেসে আসছিল। চুপচাপ এক জায়গায় বসেছিলাম। কিন্তু বাংলাদেশ সফরে যাওয়ার সময় নিজেকেই বলেছিলাম, এই ঘটনা ভুলে এগিয়ে যেতে হবে। বাংলাদেশে তিন দিনে আমি ৫০০টি ক্যাচ নিয়েছিলাম। নো বল নিয়েও অনেক পরিশ্রম করেছি। যে ভাবেই হোক না কেন, দলকে জেতানোই আমার কাজ।''


এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে T20 World Cup) ভারতকে হারানো ২০২১ সালের সেরা মুহূর্ত হিসাবে বেছে নিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে বাবর বলেছিলেন, 'দল হিসাবে আমাদের জন্য একটি দুর্দান্ত প্রাপ্তি ছিল ভারতের বিরুদ্ধে জয়। কারণ, আমরা এত বছর ধরে বিশ্বকাপে ভারতকে হারাতে পারিনি। আমাদের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানো ছিল বছরের সেরা মুহূর্ত।' যোগ করেছেন, 'সবচেয়ে বড় তৃপ্তি হল তরুণ প্রতিভাদের গুরুত্বপূর্ণ সময়ে আমাদের হয়ে খেলতে দেখে। আমরা এখন তরুণ প্রতিভা তুলে আনতে পারছি।'