বুয়েনস আইরেস: কিংবদন্তির বিখ্যাত জার্সি ফেরালেন আর এক কিংবদন্তি!


১৯৮৬ সালের বিশ্বকাপ আর্জেন্তিনাকে কার্যত একার দক্ষতায় জিতিয়েছিলেন কিংবদন্তি দিয়েগো মারাদোনা (Diego Maradona)। ১৯৮৬-র বিশ্বকাপ ফাইনাল। পশ্চিম জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্তিনা (Argentina)। ম্যাচের বিরতিতে সৌহার্দের চিত্রও দেখা গিয়েছিল। মারাদোনার সঙ্গে জার্সি বদল করেছিলেন পশ্চিম জার্মানির লোথার ম্যাথাউস (Lothar Matthäus)। মেক্সিকোয় হওয়া সেই বিশ্বকাপ ফাইনালে ৩-২ গোলে জেতে আর্জেন্টিনা।


কিংবদন্তি মারাদোনা বেশ কয়েকদিন হল মারা গিয়েছেন। এবার সেই ৮৬'র বিশ্বকাপ ফাইনালে তাঁর থেকে পাওয়া জার্সি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন জার্মান অধিনায়ক লোথার ম্যাথাউস। ১৯৮৬ বিশ্বকাপ ফাইনালের বিরতিতে মারাদোনার থেকে জার্সি নিয়েছিলেন লোথার ম্যাথাউস। বৃহস্পতিবার সেই জার্সিই ফিরিয়ে দিলেন তিনি।


মারাদোনার বিশ্বকাপ জয়ের সেই অমূল্য জার্সি ফেরত এল আর্জেন্তিনাতে। মাদ্রিদে বৃহস্পতিবার আর্জেন্তিনার দূতাবাসে উপস্থিত হন লোথার। সেখানে উপস্থিত থেকে কিংবদন্তির বিশ্বকাপ জয়ের জার্সি ফেরান জার্মানির প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক। মাদ্রিদে নতুন ফুটবল সংগ্রহশালায় এই জার্সিটি রাখা হবে।


 






ফুটবল জীবনে খেলার প্রতি অবদানের জন্য আর্জেন্তিনার দূতাবাসের তরফে ম্যাথাউসকে একটি স্মারক দেওয়া হয়েছে। পশ্চিম জার্মানির বিরুদ্ধে সেই ম্যাচে দুই অর্ধে দু’টি জার্সি পরে খেলেছিলেন মারাদোনা। তার কারণ বিরতির সময় ম্যাথাউসের সঙ্গে জার্সি বদল করেন তিনি। তারপর থেকে সেই অমূল্য সম্পদটি ছিল জার্মান ফুটবলারের কাছে। এত বছর পরে তা ফেরত পেল আর্জেন্তিনা।


ম্যাথাউস বলেছেন, 'মারাদোনার বিরুদ্ধে খেলা ছিল বিরাট সম্মানের। ফুটবলার এবং মানুষ হিসাবে সারাজীবন আমার কাছে গুরুত্বপূর্ণ একজন হয়ে থেকে যাবে ও । সারাজীবন আমাদের হৃদয়ে থাকবে।'


১৯৮৬ ফাইনালের ঠিক চার বছর বাদে ১৯৯০'র ফাইনালেও পশ্চিম জার্মানির বিরুদ্ধে খেলেছিল আর্জেন্তিনা। ঘটনাচক্রে সেদিনও মারাদোনার সঙ্গে জার্সি বদল করেছিলেন ম্যাথাউস। তিনি জানিয়েছেন, সেই জার্সি জার্মানির একটি সংগ্রহশালায় রাখা রয়েছে। সেবার যদিও আর্জেন্তিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যাথাউসের পশ্চিম জার্মানি।