নয়াদিল্লি: অধিনায়ক বিরাট কোহলি ও এ বি ডিভিলিয়ার্সের জুটি গত মরশুমের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রায় অপ্রতিরোধ্য করে তুলেছিল। কিন্তু এবার চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্স করে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে আরসিবি। পয়েন্ট তালিকায় সব দলের শেষে কোহলির দল। আইপিএলে এটাই দলের সবচেয়ে শোচনীয় ফল। এরইমধ্যে আরসিবি-র দুই স্তম্ভ কোহলি ও ডিভিলিয়ার্সের মধ্যে চিন্তাভাবনার ফারাক দেখা দিয়েছে। আর ওই মতপার্থক্য  এতটাই গভীর যে, তা গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে হারের অন্যতম কারণও হয়ে উঠেছে।


১৮ তম ওভারে বোলিং করছিলেন বেঙ্গালুরুর পেসার অনিকেত চৌধুরি।১৩ বলে মুম্বইয়ের তখন জয়ের জন্য প্রয়োজন ছিল ২৪ রানের। রোহিত শর্মা ও হার্দিক পান্ড্য ক্রিজে থাকলেও কাজটা সহজ মনে হচ্ছিল না। এর আগে ওভারের প্রথম পাঁচটা বল ফুলার লেংথ স্লোয়ার বল করেছিলেন অনিকেত। ওভারের শেষ বল করার আগে তিনি ডিভিলিয়ার্সের পরামর্শ নেন। তাঁর পরামর্শক্রমে অনিকেত বাউন্সার দেন। আর যেন এই বলেরই অপেক্ষায় ছিলেন হার্দিক। সঙ্গে সঙ্গে ওই বল স্কোয়ার লেগ বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন হার্দিক।

অনিকেতের এই বাউন্সার দেওয়ার সিদ্ধান্তে অসন্তুষ্ট হন কোহলি। অধিনায়ক চেয়েছিলেন, বলের গতির হেরফের ঘটিয়ে ফুলার লেংথেই বল করুন অনিকেত।

ম্যাচের শেষে অনিকেত নিজেই তাঁর ওই বলটি ম্যাচের টার্নিং পয়েন্ট বলে স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, ‘ওভারের শেষ বলটা কীভাবে করব, তা ভাবছিলাম। তাই এবি-র কাছে পরামর্শ চাই। এবি বলেন, ব্যাটসম্যান স্লোয়ার বলের জন্য হয়ত তৈরি থাকবে। তাই হার্ড লেংথে বল করা উচিত। এবি-র মতো ক্রিকেটার কোনও পরামর্শ দিলে তার বিপরীত করাটা খুবই কঠিন কাজ। বিরাট আমার ওই বোলিংয়ে খুশি হননি। তিনি মনে করছেন যে, আমি ভুল করেছি, ফুলার লেংথে স্লোয়ার বল করাই উচিত ছিল আমার’।