টিম ইন্ডিয়ার কোচ হিসেবে কুম্বলের মতো সাফল্য অর্জন খুবই কঠিন: সহবাগ
ABP Ananda, web desk | 22 Jun 2017 04:00 PM (IST)
মুম্বই: অনিল কু্ম্বলের জায়গায় টিম ইন্ডিয়ার পরবর্তী হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন বিধ্বংসী ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগ। কিন্তু কুম্বলের ফেলে যাওয়া চেয়ারে বসার কাজটা সহজ হবে না বলেই মনে করছেন বীরু। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মতবিরোধের জেরে কোচ পদের মেয়াদ শেষ হওয়ার পরই ইস্তফা দিয়েছেন প্রাক্তন লেগ স্পিনার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত কার্যকালের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে রাজি হননি কুম্বলে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার পর থেকেই কোহলি ও কুম্বলের বিবাদের খবর প্রকাশ্যে আসে। এরইমধ্যে বিসিসিআই কোচ পদের জন্য আবেদন চেয়েছিল। এই পদের জন্য যাঁকা আবেদন জানিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন সহবাগ, টম মুডি, লালচাঁদ রাজপুত, রিচার্ড পাইবস ও ডোড্ডা গণেশের মতো বোর্ড নতুন করে কোচ পদের জন্য আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ক্রিকেট মহল মনে করছে, নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে বীরুই। সহবাগ একটি সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি কুম্বলের কোচিংয়ে কোনওদিন খেলেননি। কিন্তু তাঁর খেলার সময় সিনিয়র প্লেয়ার হিসেবে কুম্বলে তাঁর পাশে দাঁড়াতেন, সমর্থন করতেন। বীরু বলেছেন, কুম্বলে তাঁর সিনিয়র, তাঁর অধিনায়ক। কোচ হিসেবে কুম্বলে কেমন, তা তিনি জানেন না। কিন্তু গত এক বছরের মেয়াদে তিনি যে সাফল্য অর্জন করেছেন উত্তরাধিকারী হিসেবে তার পুনরাবৃত্তি ঘটানো খুবই কঠিন কাজ বলে মন্তব্য করেছেন বীরু। একইসঙ্গে সহবাগ বলেছেন, কুম্বলের কোচিং পদ্ধতি নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। কিন্তু একজন সিনিয়র হিসেবে, প্লেয়ার হিসেবে তাঁর থেকে ভালো কেউ হতে পারেন না বলে মন্তব্য করেছেন সহবাগ।