নয়াদিল্লি: ত্রিদেশীয় টি ২০ নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় এনে দিয়ে রাতারাতি ভারতীয় ক্রিকেট অনুরাগীদের কাছে নায়ক হয়ে উঠেছেন দীনেশ কার্তিক। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে যখন শেষ বলে জয়ের জন্য পাঁচ রানের দরকার ছিল, তখন কার্তিক এক্সট্রা কভারের ওপর দিয়ে দুরন্ত ছয় মারেন। তাঁর সেই শট দলের জয় এনে দেয়। একইসঙ্গে টি ২০ তে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপরাজিত থাকার ধারাও অব্যাহত থাকে।
৮ বলে ২৯ রানের বিধ্বংসী ইনিংসের পর কার্তিক তাঁর এই সাফল্যের কৃতিত্ব দিলেন মুম্বইয়ের ক্রিকেটার অভিষেক নায়ারকে। তিনি বলেছেন, তাঁর খেলার মানসিক দিকটা শক্তিশালী করতে তাঁকে সাহায্য করেছেন নায়ার। কার্তিকের কথায়, আমার কেরিয়ারের গত আড়াই বছরে ও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। খেলার জন্য প্রস্তুতি নিতে ও আমাকে সাহায্য করেছে। ও কৌশলগতভাবে ভাবতে শিখিয়েছে। কঠোর পরিশ্রমের সঠিক রাস্তাটা কী, তা ও জানে। নায়ার আমাকে নদীতে নৌকার মতো এগিয়ে নিয়ে গিয়েছে।
উল্লেখ্য, ২০০৯-এ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে নায়ারের। ভারতের হয়ে মাত্র তিনটি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। কার্তিক ওই তিনটি ম্যাচেই খেলেছিলেন।
বিধ্বংসী অথচ সংযত ইনিংস খেলে নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের জয় নিশ্চিত করেছেন কার্তিক। এমন একটা সময় ব্যাট করতে তিনি নেমেছিলেন যখন ভারতের ১২ বলে দরকার ছিল ৩৪ রান। ১৯ তম ওভারে রুবেল হুসেনের বোলিংয়ে দুটি ছক্কা ও দুটি বাউন্ডারি সহ ২২ রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কার্তিক। সৌম্য সরকারের শেষ ওভারের শেষ বলটা তো এখন ইতিহাস।
কার্তিক বলেছেন, এটা একটা দারুণ অনুভূতি। এটা এমন একটা বিষয় যা সারাজীবন স্মৃতিতে অমলিন থাকবে।