শেষ বলে ছক্কা, বিশ্ব রেকর্ড দীনেশ কার্তিকের
জয়ের জন্য ভারতের সামনে ১৬৭ রানের লক্ষ্য রেখেছিল ভারত। ইনিংসের শেষ বলে সেই লক্ষ্যে পৌঁছয় ভারত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশেষ বলে পাঁচ বা তার বেশি রান দরকার, এমন পরিস্থিতিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ছক্কা মারলেন কার্তিক।
এই অসাধারণ ইনিংসে কার্তিক যে কীর্তি গড়লেন, যা টি ২০-র ইতিহাসে কোনও ব্যাটসম্যানেরই নেই।
১৮ তম ওভারে মণীষ পান্ডে আউট হওয়ার পর ব্যাট করতে নামেন কার্তিক। তখন ২ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৪ রান। কার্তিকের চোখধাঁধানো ইনিংসে ভর করে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
১৯ তম ওভারে ব্যাটিং করতে নেমে ৮ বলে ২৯ রানের স্মরণীয় অপরাজিত রানের ইনিংস খেলে ভারতকে ম্যাচ জিতিয়ে দিলেন কার্তিক। ইনিংসের শেষ বল এক্সট্রা কভারের ওপর দিয়ে উড়িয়ে ম্যাচের রং বদলে দেন কার্তিক।
যখন ব্যাটিং করতে নেমেছিলেন কার্তিক, তখন ভারতের জয়ের আশা অতিবড় সমর্থকও বুক ঠুকে করতে পারছিলেন না। কিন্তু পাশা পাল্টে দিলেন কার্তিক।
শেষ ওভারের শেষ বলে ছক্কা মেরে বাংলাদেশের নিদাহাস ট্রফি জয়ের স্বপ্ন পদ্মাপারে বিলীন করে দিয়েছেন দীনেশ কার্তিক। তাঁর মারকাটারি ব্যাটিংয়ে ভর করেই জয় ছিনিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ভারত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -