রিও ডি জেনেইরো: ভারতীয় কন্যার ইতিহাস৷ বিশ্ব-জিমন্যাস্টিক্স মানচিত্রে ফের উজ্জ্বল ভারতের নাম, দীপা কর্মকারের হাত ধরে৷ প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকের ছাড়পত্র আদায় করে নিলেন ত্রিপুরার মেয়ে৷ রিওতে এদিন যোগ্যতা নির্নায়ক ইভেন্টে দুর্ধর্ষ পারফর্ম করেন তিনি৷
দীপার মোট সংগ্রহ ৫২.৬৯৮ পয়েন্ট৷ প্রথম ভল্টে ১৫.০৬৬ পয়েন্ট করে শীর্ষে চলে আসেন দীপা৷ কিন্তু আনইভেন বার রাউন্ডেই পারফরমেন্সের অবনতি ঘটে৷ মাত্র ১১.৭০০ পয়েন্ট পেয়ে ১৩ নম্বরে নেমে আসেন তিনি৷ শেষ পর্যন্ত, ব্যালান্সিং বিমে ১৩.৩৬৬ পয়েন্ট ও ফ্লোর এক্সারসাইজে ১২.৫৬৬ পয়েন্টের নিরিখে রিওর দৌড়ে ঢুকে পড়েন দীপা৷
অনন্য কীর্তি৷ উচ্ছ্বসিত ক্রীড়ামহল৷ দীপাকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী৷ প্রসংশায় পঞ্চমুখ সচিন তেন্ডুলকরও৷ সচিনের ট্যুইট, ‘দীপা তুমি ইতিহাস গড়েছ৷ রিও অলিম্পিকের ছাড়পত্র আদায় করে অনন্য নজির গড়েছ৷ তুমি নতুন প্রজন্মের প্রেরণা৷ শুভেচ্ছা রইল৷’
এর আগে ১১ জন ভারতীয় পুরুষ জিমন্যাস্ট অলিম্পিকের যোগ্যতা অর্জন করেন৷ কোনও মহিলা জিমন্যাস্টের অলিম্পিকে যোগদান এই প্রথম৷ দীর্ঘ ৫২ বছর পর ফের এই ইভেন্টে অংশ নেবেন কোনও ভারতীয় জিমন্যাস্ট৷
প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকে কোয়ালিফাই করলেন দীপা কর্মকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Apr 2016 04:56 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -