আগরতলা: ভারতীয় জিমন্যাস্টিক্সের ছবিটা বদলে দিয়েছিলেন তিনি। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল। চতুর্থ স্থান পেয়েছিলেন। তবে ত্রিপুরার বাঙালি কন্যা দেশকে দিয়েছিলেন গর্ব করার মতো মুহূর্ত। তাঁর প্রোদুনোভা ভল্ট গোটে দেশে আলোড়ন ফেলেছিল।


সেই দীপা কর্মকার (Dipa Karmakar) জিমন্যাস্টিক্স থেকে অবসর ঘোষণা করলেন। দুর্গাপুজোর চতুর্থীর দিন বিকেলে এল মন খারাপ করা খবর। সোশ্যাল মিডিয়ায় দীপা ঘোষণা করলেন, 'অনেক ভেবেচিন্তে জিমন্যাস্টিক্স থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'


ঈর্ষণীয় কেরিয়ারে একের পর এক মুকুট জিতেছেন দীপা। কোচ সোমা ও বিশ্বেশ্বর নন্দীর কাছে জিমন্যাস্টিক্সের পাঠ নেওয়া। ২০১৪ সালে কমনওয়েলথ গেমসে ভল্টে ব্রোঞ্জ জিতেছিলেন। সেই থেকে সকলের নজরে পড়া শুরু। প্রথম ভারতীয় মহিলা হিসাবে কমনওয়েলথ গেমসের জিমন্যাস্টিক্সে পদক জিতে ইতিহাস তৈরি করেছিলেন দীপা। তার পরের বছর, ২০১৫ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে আরও একটি ব্রোঞ্জ জেতেন দীপা। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে অল্পের জন্য তাঁর প্রোদুনোভা ভল্ট নিখুঁত হয়নি। চতুর্থ স্থানে শেষ করেন আগরতলার বাঙালি মেয়ে। ২০১৮ সালে তুরস্কে আর্টিস্টিক্স জিমন্যাস্টিক্স বিশ্বকাপে সোনা জেতেন।


অবসরের সিদ্ধান্ত নিয়ে দীপা বিবৃতিতে লিখেছেন, 'এই সিদ্ধান্ত সহজ ছিল না। তবে এটাই সঠিক সময়। যত দিনের কথা মনে পড়ে, জিমন্যাস্টিক্সই আমার জীবন ছিল। প্রত্যেকটা মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। যা কিছু ভাল হয়েছে, খারাপ হয়েছে, গড়পড়তা হয়েছে, সব রকম অভিজ্ঞতার জন্যই ভাগ্যকে ধন্যবাদ দেব।'


 






২০১৬ সালের রিও অলিম্পিক্সে প্রথম ভারতীয় মহিলা হিসাবে ভল্ট ফাইনালে উঠেছিলেন দীপা। পদক জিততে পারেননি। শেষ পর্যন্ত চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল দীপাকে। তবে ভারতীয় জিমন্যাস্টিক্সের চেহারাটা বরাবরের মতো বদলে দিয়েছিলেন তিনি। জিমন্যাস্টিক্সের ইতিহাসে পঞ্চম মহিলা হিসাবে ভীষণ কঠিন প্রোদুনোভা ভল্ট সফলভাবে আয়ত্ত করতে পেরেছিলেন দীপা।


তবে ইদানীং চোট আঘাতে জর্জরিত ছিলেন। প্যারিস অলিম্পিক্সেও নামতে পারেননি দীপা।


আরও পড়ুন: পুজোর মুখে বড় ধাক্কা খেল মোহনবাগান, বাতিল হয়ে গেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।