কলকাতা: ৩ দিনের জেরায় থ্রেট কালচারে অভিযুক্ত আশিস পাণ্ডের থেকে কী পেল সিবিআই? আর জি কর কাণ্ডে মিলল নতুন কোনও সূত্র? আর জি কর মেডিক্যালের ধৃত TMCP নেতা আশিস পাণ্ডেকে ফের আদালতে পেশ সিবিআইয়ের। আর জি কর মেডিক্যালে দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষ-ঘনিষ্ঠ আশিসকে গ্রেফতার করে সিবিআই।
তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলাতেও সিবিআই নজরে আশিস। ৯ অগাস্ট সেমিনার রুমের বাইরের একটি ভাইরাল ছবিতে দেখা যায় আশিসকে। সন্দীপ ঘোষের সঙ্গে দেখা যায় আশিস পাণ্ডেকে। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সল্টলেকের একটি হোটেলে ওঠেন আশিস। পরদিন হোটেল থেকে চেক আউট করেন TMCP নেতা। আজ সন্দীর ঘোষ সহ আরও ৪ জনকেও আদালতে পেশ করবে সিবিআই।
শাসক দলের ছাত্র সংগঠন অর্থাত, টিএমসিপির আরজিকর ইউনিটের প্রেসিডেন্ট পদে রয়েছেন আশিস পাণ্ডে। প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে মুখ খুলেছিলেন জুনিয়র ডাক্তাররা। গ্রেফতারের আগে তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। দেহ উদ্ধারের দিন, অর্থাত, নয়ই অগাস্ট সেমিনার রুমের বাইরে, সন্দীপ ঘোষের সঙ্গে দেখা গিয়েছিল, তৃণমূল ছাত্র পরিষদের এই চিকিৎসক নেতাকে।
আর জি কর কাণ্ডের পরতে পরতে নতুন চমক-নতুন মোড়! আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আশিস পাণ্ডেকে গ্রেফতার করেছে CBI.কেন্দ্রীয় এজেন্সি দাবি করছে, দুর্নীতির সিন্ডিকেট চালানোর সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে আশিসের। সিন্ডিকেট চালানোর জন্য বিভিন্ন সময় সন্দীপ ঘোষ যাদের নির্দেশ দিতেন, তাঁদের একজন এই আশিস। আশিস পাণ্ডে আর জি কর মেডিক্যালের হাউসস্টাফ। সেখানকার TMCP ইউনিটের প্রেসিডেন্ট। আশিস পাণ্ডে, তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলাতেও এজেন্সির নজরে ছিলেন। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন অর্থাৎ ৯ অগাস্টের একটি ছবি ভাইরাল হয়, তাতে আশিস পাণ্ডেকে সেমিনার রুমের বাইরে দেখা গেছিল সন্দীপ ঘোষের সঙ্গে।
৯ অগাস্ট সকালে আর জি কর মেডিক্য়ালের নির্যাতিতা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ওই দিন বেলা ১২টায় সল্টলেকের একটি হোটেলে ওঠেন আশিস। পরের দিন অর্থাৎ ১০ অগাস্ট সকাল ১১টায় হোটেল থেকে চেক আউট করেন TMCP নেতা। চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এর আগে CBI আশিসকে ২ বার জিজ্ঞাসাবাদ করেছে।তাঁর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় এজেন্সি।
আরও পড়ুন, দশভূজা নয়, প্রায় ১৫০ বছরের আগরতলার দুর্গাবাড়িতে দেবীকে দেখা যায় 'দুহাতে'
সূত্রের খবর, মোবাইল ফোন খতিয়ে দেখেই চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আশিসের সল্টলেকের হোটেলে চেক ইনের তথ্য় সামনে এসেছে। এর পাশাপাশি আর জি কর মেডিক্য়ালে থ্রেট কালচারের সঙ্গেও প্রত্য়ক্ষভাবে যুক্ত থাকার অভিযোগ উঠেছে নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একাংশের অভিযোগ, আশিস থ্রেট কালচারের একজন মাথা। সম্প্রতি জুনিয়র চিকিৎসকদের তরফে রাজ্য সরকারের কাছে 'চিকিৎসক সম্প্রদায়ের শত্রু' বলে যে তালিকা দেওয়া হয়েছিল, তাতে আর জি কর মেডিক্য়াল কলেজে ১১ নম্বরে নাম রয়েছে এই আশিস পাণ্ডের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।