নয়াদিল্লি: তিনি বেশ কিছুদিন জিমন্যাস্টিক্স দুনিয়ার বাইরে। তাঁকে নিয়ে নানারকম ধোঁয়াশাও রয়েছে। কেউ বলছেন, চোট রয়েছে দীপা কর্মকারের (Dipa Karmakar)। কেউ বলছেন, 'প্রোদুনোভা ভল্ট' খ্যাত জিমন্যাস্টের ব্যক্তিগত কোনও সমস্যা রয়েছে। যে কারণে কোনও প্রতিযোগিতায় দেখা যাচ্ছে না তাঁকে।


তবে সূত্রের খবর, ডোপিং সংক্রান্ত নিয়মভঙ্গের জন্য দু'বছরের জন্য দীপা কর্মকারকে নির্বাসিত করা হয়েছে। জানা গিয়েছে, কোচ বিশ্বেশ্বর নন্দীর ভুলেই নাকি দীপাকে নির্বাসনের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) এবং ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সির (নাডা) কর্তারা।


২০১৬ সালের রিও অলিম্পিক্সে ঝড় তুলেছিলেন দীপা। কোনও পদক না পেলেও ভারতের ক্রীড়াজগতে নয়া অধ্যায় রচনা করেন 'প্রোদুনোভা গার্ল'। কিন্তু চলতি বছরের মার্চ থেকে দীপা আচমকা একেবারে অন্তরালে চলে গিয়েছেন। যে সময় দীপার নির্বাসনের বিষয়টি সামনে এসেছিল। যদিও পুরো বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কর্তারা।


তবে সম্প্রতি জানা গিয়েছে, ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াডা) ডোপিং সংক্রান্ত বিধি ভঙ্গের জন্য গত বছরের শেষের দিক থেকে নির্বাসনের মুখে পড়েছেন দীপা। যে বিধি অনুযায়ী, নথিভুক্ত খেলোয়াড়দের নিজেদের অবস্থানের বিষয়ে জানাতে হয়। কিন্তু ১২ মাসে তিনবার সেই বিধিভঙ্গ করলে এক বছর থেকে দু'বছরের নির্বাসনের মুখে পড়তে হয় সংশ্লিষ্ট খেলোয়াড়কে।


সুত্রের খবর, ওয়াডার নিয়মে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, যাঁদের নাম নথিভুক্ত আছে, তাঁদের প্রতি ত্রৈমাসিকে নিজের ঠিকানা, কাজকর্মের সূচি, অবস্থানের মতো বিবরণ জানাতে হবে। সেইসঙ্গে প্রতিদিন ৬০ মিনিটের জন্য ফাঁকা থাকতে হবে। যে সময় টেস্ট হতে পারে। দীপার ক্ষেত্রে যে তথ্য কোচ বিশ্বেশ্বরের (সংশ্লিষ্ট অ্যাথলিটের এজেন্ট হিসেবে) জমা দেওয়ার কথা ছিল। তবে অ্যাথলিটের এজেন্টের সেই দায়িত্ব থাকলেও সেই সংক্রান্ত তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট অ্যাথলিটও দায় এড়াতে পারেন না।


 




সাই ও নাডা কর্তাদের মতে, বিশ্বেশ্বরের উদাসীনতায় নির্বাসিত হতে হয়েছে দীপাকে। সাইয়ের তরফে জানানো হয়েছে যে, ত্রিপুরার ক্রীড়া বিভাগের অধীন কাজ করেন দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী। সাইয়ের অধীনে কাজ করেন না তিনি। দীপাকে নির্বাসনের মুখে পড়তে হওয়ায় বিশ্বেশ্বরের উপর ক্ষুব্ধ নাডার আধিকারিকরা। এমনকী দীপার কেরিয়ার নষ্ট করে দেওয়ার জন্য বিশ্বেশ্বরের বিরুদ্ধে কড়া শাস্তির সওয়ালও করছেন নাডার আধিকারিকরা।


আরও পড়ুন: চোট সারেনি, শ্রীলঙ্কার বিরুদ্ধেও সম্ভবত খেলবেন না রোহিত, বাদ পড়তে পারেন রাহুল