বার্মিংহাম: স্কােয়াশে আরও একটি পদক জয় সৌরভ ঘোষালের। কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছিলেন। এবার দীপিকা পাল্লিকালকে সঙ্গে নিয়ে স্কোয়াশের মিক্সড ডাবলসেও ব্রোঞ্জ জিতে নিলেন এই ভারতীয় তরুণ। প্রাক্তন চ্যাম্পিয়ন লোবান ডোনা ও পিলি ক্যামেরন স্ট্রেট গেমে হারিয়ে দেন ভারতের তারকা স্কোয়াশ জুটি। খেলার ফল সৌরভ-দীপিকার পক্ষে ১১-৮, ১১-৪। এর আগে সেমিফাইনালে কিউয়ি জুটির বিরুদ্ধে হেরে গিয়ে সোনাজয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল। কিন্তু ব্রোঞ্জ জিতেই দেশে ফিরছেন এই জুটি। দীপিকার কমনওয়েলথের মঞ্চে এটি চতুর্থ পদক। এর আগে ২০১৪ সালে ডাবলসে ও ২০১৮ সালে ডাবলস ও মিক্সড ডাবলসে পদক জিতেছিলেন দীপিকা। ২০১৪ সালে কমনওয়েলথ গেমসে ডাবলসে সোনা জিতেছিলেন দীপিকা। মোট ৫৫টি পদক ঝুলিতে পুরেছে ভারত। ১৮টি সোনা এর মধ্যেই জিতে গিয়েছে ভারত। 


কমনওয়েলথ গেমসে দীপিকার এটি 


এর আগে বছর পঁয়ত্রিশের সৌরভ স্কোয়াশে পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছিলেন। ৯ ম্যাচের ৮টিতে হেরেছিলেন যাঁর কাছে, তাঁকে হারিয়েই স্কোয়াশে ব্রোঞ্জ জিতলেন সৌরভ ঘোষাল। জয়ের পরে আবেগ ধরে রাখতে পারলেন না। ম্যাচের শেষে কেঁদে ফেলেন সৌরভ। তাঁকে কাঁদতে দেখে আবেগ প্রবণ হয়ে পড়েছেন ভারতের ক্রীড়াপ্রেমীরা। 


গতকাল কমনওয়েলথ গেমসের দশম দিনে পদক জয় শুরু হয় প্যারা টিটি তারকা ভাবিনা পটেলের সোনা দিয়ে। তাঁর পাশাপাশি একই বিভাগে ব্রোঞ্জ জেতেন অলগড় রাজ অরবিন্দম। বক্সিংয়ে কমনওয়েলথ অভিষেকেই সোনা জেতেন ২১ বছর বয়সি বক্সার নীতু। নিজের বিভাগে তার কয়েক মিনিট পরেই সোনা জেতেন আরেক বক্সার অমিত পাঙ্ঘালও।