টি-২০ সিরিজে ০-২ হারের পর একদিনের সিরিজের শুরুটা ভাল করার জন্য মরিয়া ছিল বিরাট কোহলির দল। আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদবের দাপুটে বোলিংয়ের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৬ রানেই থেমে যায় অস্ট্রেলিয়া। শামি, বুমরাহ ও কুলদীপ দু’টি করে উইকেট নেন। কেদার ব্যাটের মতো বল হাতেও সাফল্য পান। তিনি একটি উইকেট নেন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন উসমান খোয়াজা।
রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারতীয় দল। দ্বিতীয় ওভারের প্রথম বলেই নাথান কুল্টার-নাইলের শিকার হন শিখর ধবন (০)। এরপর রোহিত শর্মা (৩৭) ও বিরাট (৪৪) পাল্টা লড়াই শুরু করেন। কিন্তু তাঁরা ফিরে যাওয়ার পরেই চাপে পড়ে যায় দল। অম্বাতি রায়াডু (১৩) বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তবে ধোনি ও কেদারের অপরাজিত জুটি ভারতীয় দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেয়।