নয়াদিল্লি: ‘খেলার সময় কোনওভাবেই ভারতের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বিবাদে জড়ানো চলবে না। রেগে গেলে ও ১০ গুণ ভাল খেলে। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের এই পরামর্শই দিলেন প্রাক্তন পেসার স্টুয়ার্ট ক্লার্ক। তিনি বলেছেন, ‘আমি খেললে বিরাট কোহলির সঙ্গে বেশি কথা বলতাম না। ওকে দেখে মনে হয় সবার সঙ্গেই ঝগড়া করতে চায়। এরপর ও ১০ গুণ বেশি ভাল খেলে।’

ইডেনে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় ইনিংসের ৩৩-তম ওভারে বিরাটের সঙ্গে বিবাদে জড়ান অস্ট্রেলিয়ার উইকেটকিপার ম্যাথু ওয়েড। মার্কাস স্টোইনিসের ছোড়া একটি বল ধরতে গিয়ে তিনি চোট পান। সেই সময় বিরাট ছুটে রান নেন। এরপরেই ভারতের অধিনায়কের সঙ্গে বচসায় জড়ান ওয়েড। পরে স্টোইনিসও বিরাটের সঙ্গে ঝগড়া শুরু করেন। বিরাট অবশ্য এসবে গুরুত্ব না দিয়ে নিজের পরিচিত ভঙ্গিতে ব্যাট করতে থাকেন। শেষপর্যন্ত তিনি ৯২ রান করে আউট হন। কুলদীপ যাদবের বলে ০ রানে আউট হওয়ার পর ওয়েডকে পাল্টা ব্যঙ্গ করেন বিরাট। ভারত ৫০ রানে ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে।

বিরাটের সঙ্গে ওয়েডের ঝগড়া প্রসঙ্গে ক্লার্ক বলেছেন, ‘ওয়েড একটা বল ধরতে পারেনি। ও যে চোট পেয়েছে, সেটা ভারতের ব্যাটসম্যানরা জানত কি না, সেটা দ্বিতীয় প্রশ্ন। ওরা এক রান নিয়েছিল। এটাই কি অস্ট্রেলিয়া দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়? আমি যদি ম্যাথু ওয়েড ও মার্কাস স্টোইনিসের জায়গায় থাকতাম, নিজের খেলা নিয়েই ভাবতাম।’