দার্জিলিং: বাগডোগরা বিমানবন্দরে বিমানে উদ্ধার বিস্ফোরক। ইন্ডিগোর বিমানের এক যাত্রীর ব্যাগে পাওয়া যায় এই বিস্ফোরক। সিআইএসএফ কর্মীরা এই বিস্ফোরক উদ্ধার করেন। এই বিস্ফোরক তুলে দেওয়া হয়েছে স্থানীয় পুলিশের হাতে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিমানবন্দরে কীভাবে বিস্ফোরক পৌঁছে গেল, সেটা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।
সিআইএসএফ সূত্রে খবর, উদ্ধার হওয়া বিস্ফোরক টিএনটি। ওষুধের শিশির মধ্যে রাখা ছিল এই বিস্ফোরক। সংশ্লিষ্ট যাত্রী বিমানে ওঠার আগে যখন ব্যাগ পরীক্ষা করাতে যান, তখনই বিস্ফোরকের সন্ধান মেলে। বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ডগ স্কোয়াডে খবর দেওয়া হয়। এরপরেই জানা যায়, উদ্ধার হওয়া বিস্ফোরক টিএনটি। যে যাত্রীর ব্যাগে এই বিস্ফোরক ছিল, তাঁকে আটক করা হয়েছে। তিনি কেন বিস্ফোরক নিয়ে বিমান ওঠার চেষ্টা করছিলেন, সেটা জানার জন্য জেরা শুরু হয়েছে।
বাগডোগরা বিমানবন্দরে উদ্ধার বিস্ফোরক
Web Desk, ABP Ananda
Updated at:
22 Sep 2017 09:25 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -