জোহানেসবার্গ: ২০১৯ বিশ্বকাপে ভারতের দুই অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজার খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি বলে জানালেন জাতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ। তিনি বলেছেন, ‘এমন নয় যে অশ্বিন ও জাডেজা লড়াই থেকে ছিটকে গিয়েছে। ওদের দলে নেওয়া হতেই পারে।’


অশ্বিন ও জাডেজা বেশ কিছুদিন হল একদিনের ও টি-২০ দলে সুযোগ পাচ্ছেন না। কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহলই সীমিত ওভারের দলে সুযোগ পাচ্ছেন। তাঁরা ভাল পারফরম্যান্সও দেখাচ্ছেন। চলতি দক্ষিণ আফ্রিকা সফরেও সেই ধারা বজায় আছে। কুলদীপ ও চাহল সম্পর্কে ভরত বলেছেন, ‘ওরা অত্যন্ত ইতিবাচক মানসিকতাসম্পন্ন বোলার। ওরা উইকেট নেওয়ার বল ফ্লাইট করাতে, অতিরিক্ত স্পিন করাতে ভয় পায় না। ওরা উইকেটের অবস্থার উপর নির্ভরশীল নয়। ব্যাটসম্যানদের হাওয়ায় পরাস্ত করার দক্ষতা আছে ওদের।’

আজ ভারতীয় দলের অনুশীলনে সবার উপস্থিত হওয়া বাধ্যতামূলক ছিল না। অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, শ্রেয়স আয়ার, হার্দিক পাণ্ড্য, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর ও মহম্মদ শামি ছাড়া আর কেউ অনুশীলনে আসেননি। আগামীকালের ম্যাচ জিতলেই একদিনের সিরিজ জিতে যাবে ভারতীয় দল। এই প্রসঙ্গে ভরত বলেছেন, ‘আমাদের আগে কোনও ভারতীয় দল দক্ষিণ আফ্রিকায় এসে একদিনের সিরিজ জেতেনি। আমরা সেটার সামনে। এটা বিশাল কৃতিত্বের হবে। আশা করি প্রথম দল হিসেবে এই কৃতিত্ব অর্জন করতে পারব।’