নয়াদিল্লি: একসঙ্গে দীর্ঘসময় জাতীয় দলের জার্সিতে খেলেছেন। প্রচুর ম্য়াচ দুজনে মিলে জুটি বেঁধে জিতেছেন। এখন যদিও দু জনেই প্রাক্তন। আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) থেকে অবসর নিয়েছেন দীর্ঘদিন হল। রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এখন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) হেডকোচ। অন্য়দিকে বীরেন্দ্র সহবাগ ক্রিকেট ছাড়ার পর আইপিএলে(IPL 2024)  দলের মেন্টর হিসেবে কাজ করেছেন, ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব সামলেছেন। তবে এবার আর সতীর্থ নন। একেবারে সম্মুখ সমরে সহবাগ ও দ্রাবিড়। ২২ গজে পরস্পরের বিরুদ্ধে খেলতে দেখা যাবে ২ জনকে। কী! অবাক হলেন?


না, অবাক হওয়ার কিছু নেই। আসলে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে এবার ২২ গজে মুখোমুখি হয়েছে রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সহবাগের ছেলে। অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে কর্ণাটকের নেতৃত্ব দেবে দ্রাবিড়ের ছেলে অনভয় দ্রাবিড়। অন্য়দিকে, দিল্লির ওপেনিং ব্যাটার আর্যবীর বীরেন্দ্র সহবাগের বড় ছেলে।  বিজয় মার্চেন্ট ট্রফিতে তিনদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ও কর্ণাটক। প্রথম দিনে খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে অনভয় দ্রাবিড়কে। তবে বাবার মত ২২ গজে ঝড় তুলেছেন আর্যবীর সহবাগ। তিনি অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেলেছেন। উল্লেখ্য, রাহুলের বড় ছেলে সমিত অনূর্ধ্ব-১৯ কর্নাটকের হয়ে কোচবিহার ট্রফিতে খেলেছে। অল্পের জন্য অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে জায়গা পায়নি। 


এর আগে সচিনত তেন্ডুলকরের ছেলেও ২২ গজে ধীরে ধীরে নিজের পরিচিত তৈরি করছেন। অর্জুন তেন্ডুলকর গোয়ার হয়ে রঞ্জিতে খেলেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলতে দেখা গিয়েছে তাঁকে। নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি যদিও এখনও। তবে বাবর ছত্রছায়ায় থেকে প্রতিমুহূর্তে শিখছেন। 


আইপিএল হয়েই মাঠে ফিরছেন পন্থ


প্রায় এক বছর পর ২২ গজে প্রত্যাবর্তন করতে চলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)।  আসন্ন ২০২৪ আইপিএল (IPL 2024) ক্রিকেট মাঠে ফের ফিরছেন তরুণ এই উইকেটকিপার ব্যাটার।  গত বছর গাড়ি দুর্ঘটনা পর থেকে আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি পন্থকে। 


এই মুহূর্তে বেঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাব সারছেন পন্থ।  দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে আগামী মাসুমের আইপিএলে পন্থই অধিনায়ক হিসেবে মাঠে নামবেন।  তবে পুরোটাই নির্ভর করছে এনসিএ থেকে পাওয়া ফিটনেস রিপোর্ট এর উপর।  আশা করা হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে এনসিএ থেকে রিপোর্ট পেয়ে যাবেন।