নয়াদিল্লি: ভারতীয় এ ও জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়কে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান কোচ হওয়ার জন্য নতুন করে আবেদন করতে হবে। বিসিসিআই-এর পক্ষ থেকে এমনই জানানো হয়েছে। কোচ নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় সিনিয়র দলের কোচ রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হওয়ার পর তাঁকেও নতুন করে আবেদন করতে হবে।
প্রশাসক কমিটির বৈঠকের পর বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রধান কোচের পদ নতুন করে তৈরি করা হয়েছে। বিসিসিআই-এর সব পদেই নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার নীতি অনুসারে নতুন করে আবেদনপত্র চাওয়া হবে। দ্রাবিড় জুনিয়র দলের দায়িত্বে থাকায় এই পদ পাওয়ার দৌড়ে এগিয়ে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সিওও তুফান ঘোষ প্রশাসনিক কাজকর্ম দেখাশোনা করবেন। প্রধান কোচ সব স্তরে সাপোর্ট স্টাফ নিয়োগ এবং ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের তুলে আনার কাজটি দেখবেন।’
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান কোচ হওয়ার জন্য নয়া আবেদন করতে হবে দ্রাবিড়কে, জানাল বিসিসিআই
Web Desk, ABP Ananda
Updated at:
27 Apr 2019 06:36 PM (IST)
কোচ নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -