নয়াদিল্লি: এতদিন ডিআরএস ব্যবহারে ঘোর আপত্তি থাকলেও, এবার অবস্থান বদল করছে বিসিসিআই। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেই এই প্রযুক্তি ব্যবহার করা হতে পারে বলে জানা গিয়েছে। আইসিসি-র এক মুখপাত্র বলেছেন, আগামী সপ্তাহে বিসিসিআই-এর শীর্ষকর্তা এবং ভারতীয় দলের প্রধান কোচ অনিল কুম্বলের সঙ্গে বৈঠকে বসবেন আইসিসি-র জেনারেল ম্যানেজার (ক্রিকেট) জেফ অ্যালার্ডিস। সেই বৈঠকে ডিআরএস প্রযুক্তির বিষয়ে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনলজির ইঞ্জিনিয়ারদের সুপারিশ এবং হক আই প্রযুক্তির উন্নতির বিষয়ে আলোচনা হবে।

এই বৈঠকে কুম্বলের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, ভারতের কোচ আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান। গত বছর বল ট্র্যাকিং ও হক আই প্রযুক্তির উন্নতি খতিয়ে দেখার জন্য এমআইটি-র ল্যাবরেটরিতে গিয়েছিলেন কুম্বলে। ফলে তিনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দিতে পারবেন।

ভারতের একদিনের দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বরাবরই ডিআরএস-এর বিরোধী। তিনি এই প্রযুক্তির কার্যকারিতার বিষয়ে সন্দিহান। এন শ্রীনিবাসন সভাপতি থাকার সময় বিসিসিআই ডিআরএস নিয়ে আলোচনাতেই রাজি ছিল না। তবে বিরাট কোহলি ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার পর পরিস্থিতি বদলেছে। কোহলি ডিআরএস-এর বিষয়ে নমনীয়। সেই কারণেই এবার ডিআরএস ব্যবহারে রাজি হতে পারে বিসিসিআই।

ভারতীয় দল একবারই দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে ডিআরএস ব্যবহার করেছিল। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই সিরিজে এই প্রযুক্তি নিয়ে সন্তুষ্ট হতে পারেননি তখনকার অধিনায়ক কুম্বলে, সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়রা। তবে এবার হয়তো ভারতের মাটিতে টেস্ট সিরিজে ডিআরএস-এর ব্যবহার দেখা যাবে।