Derby 2023 Live: ডার্বিতে দুরন্ত জ্বলল লাল হলুদ মশাল, নন্দকুমারের গোলে বাগান বধ ইস্টবেঙ্গলের

Durand Cup Derby 2023: শনিবার বিকেলে সারা শহরের সব পথ গিয়ে মিশবে একই গন্তব্যে, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন বা সল্টলেক স্টেডিয়াম। বেজে উঠবে একশো বছরেরও বেশি বয়সি ফুটবল যুদ্ধের দামামা।

ABP Ananda Last Updated: 12 Aug 2023 06:48 PM

প্রেক্ষাপট

শনিবার কলকাতায় আবার ডার্বি। যে জন্য গোটা কলকাতা, তথা গোটা বাংলা ফের দ্বিখণ্ডিত। ময়দানে টিকিটের জন্য চেনা হাহাকার, চেনা সর্পিল লম্বা লাইন, একে অপরকে দেখে দুই দলের সমর্থকদের আস্ফালন, শহরের...More

EB vs MB Live: ডার্বিতে জয় ইস্টবেঙ্গলের

দুরন্ত জয় ইস্টবেঙ্গলের। ডার্বিতে ১-০ গোলে জয় ছিনিয়ে নিল লাল হলুদ শিবির।