কলকাতা: আজ ডুরান্ড কাপের প্রথম সেমিফাইনালে (Durand Cup Semi Final) মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ও নর্থ ইস্ট ইউনাইটেড (North East United) । চার বছর আগে, ২০১৯-এ গোকুলাম কেরল এফসি-র কাছে টাইব্রেকারে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল ইস্টবেঙ্গল। এ বার সেই গোকুলামকে কোয়ার্টার ফাইনালে ছিটকে দিয়ে ফাইনাল থেকে আর এক ধাপ দূরে কলকাতার অন্যতম সেরা ফুটবল ক্লাব।


কাদের ম্যাচ?


আজ ২৯ অগাস্ট, ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল এফসি বনাম নর্থ ইস্ট ইউনাইটেড মুখোমুখি হবে









খেলাটি হবে সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে 





কখন শুরু ম্যাচ?




ভারতীয় সময় সন্ধে ৬ টা থেকে শুরু ম্য়াচ


কোথায় দেখবেন ম্যাচ?


টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে সোনা স্পোর্টস নেটওয়ার্কে      


অনলাইন স্ট্রিমিং


সোনা লিভ-এ লাইভ স্ট্রিমিং দেখা যাবে


নতুন মরশুমের শুরু থেকে অপরাজিত থাকা দলের সামনে এ বার এমন এক প্রতিদ্বন্দ্বী, যারা নিজেদের দিনে যে কোনও বড় দলকে হারাতে পারে। ইস্টবেঙ্গলের মতো তারাও অপরাজিত হয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছে। শেষ আটের লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিটে জিতেই সেমিফাইনালে উঠেছে। ইস্টবেঙ্গলের লড়াইটা তাই সহজ হবে না বলেই মনে করা হচ্ছে।


 






এ বারের ডুরান্ড কাপে একটা ব্যাপার লক্ষ্য করার মতো। চার সেমিফাইনালিস্টের মধ্যে দু’টি দল গ্রুপ পর্বে ছিল ‘এ’ গ্রুপে এবং বাকি দুটি ছিল ‘ডি’ গ্রুপে। মঙ্গলবার ‘এ’ গ্রুপে থাকা ইস্টবেঙ্গল এফসি ও ‘ডি’ গ্রুপে থাকা নর্থ ইস্টের দ্বৈরথ হবে যেমন, তেমনই বুধবারও দুই গ্রুপের দুই দল মোহনবাগান এসজি-র লড়াই এফসি গোয়ার বিরুদ্ধে। শেষ পর্যন্ত ফাইনালেও দুই গ্রুপ থেকে উঠে আসা দুই দলই মুখোমুখি হবে, না একই গ্রুপের দুই দল ফের খেতাবি লড়াই লড়বে, দেখার অপেক্ষায় সকলে। বাংলার ফুটবলপ্রেমীরা ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি দেখার অপেক্ষায়।


লাল-হলুদ বাহিনীর স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, “কোয়ার্টার ফাইনালে গোকুলামের বিরুদ্ধে তুমুল লড়াই করে সেমিফাইনালে উঠেছি আমরা। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রয়েছি। নর্থ ইস্ট ইউনাইটেডে দলে তারুণ্য ও অভিজ্ঞতার দারুন একটা মিশ্রণ রয়েছে। ফলে প্রতিপক্ষ হিসেবে ওরা বেশ কঠিন। আমাদের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ।”