কলকাতা: ডুরান্ড কাপের ফাইনালে আজ ঐতিহ্যের কলকাতা ডার্বি (Kolkata Derby)। চলতি মরসুমে এই নিয়ে এক মাসের ব্যবধানে দুবার মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal vs Mohun Bagan Supergiants)। গত ১২ অগাস্ট ডুরান্ডে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ২ দল। সেবার জয় ছিনিয়ে নিয়েছিল লাল হলুদ শিবির। টানা আটটি ডার্বি হারের পর অবশেষে নবম ডার্বিতে জয় ছিনিয়ে নিয়েছিল ইস্টবেঙ্গল। সেই ছন্দই ধরে রাখতে মরিয়া কার্লেস কুয়াদ্রাতের দল। অন্যদিকে আগের ডার্বিতে হারের বদলা নিতে ও ডুরান্ড জিততে মরিয়া ফেরান্দোর দল। 


কাদের ম্যাচ?


আজ ৩ সেপ্টেম্বর, ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপারজায়ান্টস ডুরান্ড কাপের ফাইনাল









খেলাটি যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতায়





কখন শুরু ম্যাচ?




কিক অফ হবে বিকেল ৪টায়


কোথায় দেখবেন ম্যাচ?


টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে সোনা টেন ২ চ্যানেলে   


অনলাইন স্ট্রিমিং


সোনি লিভ অ্যাপে অনলাইন স্ট্রিমিং হবে


আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ১৩২তম ডুরান্ড কাপের ফাইনালে (Durand Cup 2023 Final) মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট (East Bengal vs Mohun Bagan Super Giant)। লাল হলুদ না সবুজ মেরুন, রবিবাসরীয় যুবভারতীতে উড়বে কার বিজয়পতাকা? কে হাসবে শেষ হাসি? সেই নিয়ে ইতিমধ্য়েই জল্পনা-কল্পনা তুঙ্গে। ফাইনাল ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল (East Bengal) কোচ স্পষ্ট জানিয়ে দিলেন তিনি দলের পারফরম্যান্সে গর্বিত।


ফাইনালে পৌঁছে উচ্ছ্বসিত লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat) বলেন, 'আমরা প্রতিটি ম্যাচই জিততে চাই। তবে এই ডুরান্ড কাপ অভিযানটা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ নতুন খেলোয়াড়দের নিয়ে আমরা এই সফরটা শুরু করেছিলাম। দলের বিদেশিরাও নতুন। আমিও তো এই টুর্নামেন্ট দিয়েই শুরুটা করলাম। ভাল পারফর্ম করে ম্যাচ জেতাটা তো লক্ষ্য ছিলই। তবে এত বাধা অতিক্রম করে, কঠিন মুহূর্ত কাটিয়ে যে আমরা ফাইনালে পৌঁছতে পারব, সেটা ভাবিনি। দল যেভাবে লড়াই করছে, তাতে আমি গর্বিত।'


এদিকে বাগান কোচ ফেরান্দো বলছেন, ''এই টুর্নামেন্টটা আমাদের কাছে প্রাক মরশুম প্রস্তুতিই। এফসি গোয়া, মুম্বইয়ের (সিটি) মতো দলগুলিকে হারিয়ে ফাইনালে ওঠায় আমি অবশ্যই খুশি। ইস্টবেঙ্গলের মতো ভাল দলের বিরুদ্ধে আবার খেলতে নামব। এতদিন যেমনভাবে খেলে এসেছি, সেইভাবেই খেলে ট্রফি জয়ের চেষ্টা করব।''