ঢাকা: শুধু ডেভিড ওয়ার্নার বা রবীন্দ্র জাডেজা নন, অল্লু অর্জুনের পুষ্পা সেলিব্রেশনে মজেছে তামাম ক্রিকেটবিশ্ব।


অল্লু অর্জুনকে নিয়ে এবার মেতে উঠল বাংলাদেশ প্রিমিয়র লিগ। রেশ পড়ল বিদেশি তারকাদের উপরেও। চলতি বাংলাদেশ প্রিমিয়ির লিগে ফের দেখা গেল পুষ্পা সেলিব্রেশন। এবার পুষ্পার ভূমিকায় ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)।


কুমিল্লার বিরুদ্ধে সিলেট সানরাইজার্সের হয়ে মাঠে নেমে পুষ্পা সেলিব্রেশনের ঝলক দেখিয়েছিলেন নাজমুল ইসলাম। ম্যাচে প্রতিবার উইকেট নেওয়ার পর পুষ্পা সেলিব্রেশনে মাতেন তিনি। নাজমুলের সেই নাচ রীতিমতো ভাইরাল হয়। এবার ডোয়েন ব্র্যাভোকে দেখা গেল উইকেট নেওয়ার পর একইভাবে সেলিব্রেট করতে।


মীরপুরে বরিশালের সঙ্গে ম্যাচ ছিল কুমিল্লার। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে কুমিল্লা। প্রথম ইনিংসের ১৭.৫ ওভারে চোখে পড়ে ব্র্যাভোর পুষ্পা সেলিব্রেশন। ব্র্যাভোর বলে বাউন্ডারি লাইনে নাজমুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মাহিদুল ইসলাম। উইকেট নেওয়ার পরেই পুষ্পার ঝলক ফিরিয়ে আনেন ডোয়েন ব্র্যাভো।


ক্রিকেট মাঠে ব্র্যাভোর নাচের ছবি এই প্রথম নয়। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুবাদে দক্ষিণ ভারতের সিনেমার ভক্ত ব্র্যাভো। গোটা বিষয়টি নিয়ে ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বসিত।[tw]






ম্যাচে অবশ্য একতরফাভাবে হারতে হয় ব্র্যাভোর দল বরিশালকে। প্রথমে ব্যাট করে কুমিল্লা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে বরিশাল ১৭.৩ ওভারে মাত্র ৯৫ রানে অল-আউট হয়ে যায়। ৬৩ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে কুমিল্লা।


বাংলাদেশের (Bangladesh Cricket Team) ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক তিনি। সেই তামিম ইকবাল (Tamim Iqbal) আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ছয় মাসের জন্য বিরতি নিয়েছেন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তামিম বলেছেন, "এখন আমি টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটকেই প্রাধান্য দিচ্ছি। এই দুই ফর্ম্যাট নিয়েই আমি এখন ভাবছি।" সেই সঙ্গে তামিম জানিয়েছেন, আগামী ছ'মাসে তাঁর জায়গায় যাঁরা খেলবেন, তাঁরা এমনই ভালো খেলবেন যে, তাঁকে আর দরকার হবে না।


তামিম ইকবাল শেষবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালের শুরুতে পাকিস্তানের বিপক্ষে। এরপর নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ না খেলেই তিনি ফেরত আসেন।


সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানান, তামিম আর টি-টোয়েন্টি দলে ফিরতে চান না। এ নিয়ে বোর্ডের দায়িত্বশীলদের সঙ্গে দফায় দফায় তামিমের বৈঠক হয়। তারপরই বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি একটি সাংবাদিক বৈঠক ডাকেন তামিম।


সেখানে তিনি জানান, টি-টোয়েন্টি থেকে অবসর না নিলেও আগামী ৬ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না তিনি। দলের একান্ত প্রয়োজন হলে ৬ মাস পর ফিরবেন টি-টোয়েন্টি দলে। তবে তামিম জানিয়েছেন, তরুণরা তাঁর জায়গা পূরণ করলে দলে ফেরার প্রয়োজন হবে না তাঁর।