সেন্ট কিটস: অল্পের জন্য এক ওভারে ছয় ছক্কার রেকর্ড স্পর্শ করতে পারলেন না ডোয়েন ব্র্যাভো। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স (টিকেআর) ও নেভিস প্যাট্রিয়টসের ম্যাচে পরপর পাঁচ বলে ছক্কা হাঁকালেন ব্র্যাভো। টিকেআর-এর ব্রেন্ডন ম্যাকালাম আউট হওয়ার পর ছয় নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক ব্র্যাভোর ঝোড়ো ইনিংস দলের রান পৌঁছে দেয় ৪ উইকেটে ১৯৯-এ। ৪৬ রানে ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছে টিকেআর।
বিপক্ষের বোলার আলঝারি জোসেফের ওপর নির্দয় হয়ে ওঠেন ব্র্যাভো। তার আগে পর্যন্ত জোসেফ ৩ ওভারে ১৩ রান দিয়েছিলেন। তুলে নিয়েছিলেন সুনীল নারাইন ও ম্যাকালামকে। জোসেফের শেষ ওভারে ৩০ রান নিয়ে ব্র্যাভো বোঝালেন, কেন তাঁকে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়।

১৯ তম ওভারের প্রথম বলে কোনও রান করতে পারেননি ব্র্যাভো। এর পরের পাঁচটা বলই পাঠালেন সীমানার ওপারে। প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড় হিসেবে ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড আর একটু হলেই দখলে নিয়ে আসতে পারতেন ব্র্যাভো।
ব্র্যাভো ১১ বলে ৩৭ রান করেন। যদিও শেষ ওভারে স্ট্রাইকে আসার সুযোগ পাননি তিনি। ওই ওভারে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কলিন মুনরো নেন ১৮ রান।
পরে ব্যাট করতে নেমে প্যাট্রিয়ট ২০ ওভারে ৮ উইকেটে ১৫৩ রান করে।