রশিদ খানকে ভারতীয় নাগরিকত্ব প্রদানের আর্জি ক্রিকেটপ্রেমীদের একাংশের, কী বললেন সুষমা স্বরাজ, আফগান প্রেসিডেন্ট
উল্লেখ্য, আর তিন সপ্তাহের মধ্যেই আফগানিস্তান ভারতের বিরুদ্ধে তাদের প্রথম টেস্ট ম্যাচ খেলবে। সেই দলে থাকবেন রশিদ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনূর্দ্ধ ১৯ বা তার পরবর্তী পর্বে কোনও খেলোয়াড় একটি দেশের প্রতিনিধি হিসেবে আইসিসি স্বীকৃতি ম্যাচ খেললে তার পরবর্তী চার বছরের আগে তিনি অন্য দেশের হয়ে খেলতে পারবেন না।
আইসিসি-র নিয়ম অনুযায়ী, আগামী চার বছর রশিদের ভারত বা অন্য কোনও দেশের হয়ে খেলা সম্ভব নয়।
ট্যুইটারে ঘানি লিখেছেন, 'আমাদের নায়ক রশিদ খান সম্পর্কে আমরা গর্বিত। আমাদের খেলোয়াড়দের দক্ষতা প্রদর্শনের সুযোগ দেওয়ার জন্য আমরা ভারতীয় বন্ধুদের ধন্যবাদ জানাই। আফগানিস্তানের সেরা কী রয়েছে, তা রশিদ মনে করিয়ে দিয়েছেন। তিনি ক্রিকেট বিশ্বেরই সম্পদ। না, আমরা তাঁকে কোথাও যেতে দিচ্ছি না'।
ভারতীয় ক্রিকেটপ্রেমীদের রশিদ সম্পর্কে আগ্রহ দেখে আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি ট্যুইটারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে বলেন, রশিদ ক্রিকেট বিশ্বের সম্পদ এবং তাঁকে অন্য কোথাও যেতে দেওয়ার পরিকল্পনা তাঁদের নেই।
রশিদের পারফরম্যান্স শুধু ক্রিকেটের মাঠেই সীমাবদ্ধ নেই। সন্ত্রাস-বিধ্বস্ত আফগানিস্তানের দূত হিসেবেই মনে করা হয় তাঁকে। তাই তাঁকে নিয়ে ভারতীয়দের এই আবেগ সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন আফগান সরকারের কর্তাব্যক্তিরাও।
স্বরাজের ট্যুইট- 'আমি সমস্ত ট্যুইট দেখেছি। নাগরিকত্বের বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন। পরে অবশ্য ওই ট্যুইট ডিলিট করে দেন স্বরাজ'।
এ ধরনের শয়ে শয়ে অনুরোধ নজর এড়ায়নি ভারত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় এই এই প্রতিক্রিয়া সম্পর্কে তিনি অবগত। কিন্তু কোনও বিদেশীকে ভারতীয় নাগরিকত্ব প্রদানের বিষয়টি নির্ভর করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওপর।
পরপর দুটি আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্স দেখে নেটিজেনদের একাংশ রশিদকে ভারতীয় নাগরিকত্ব প্রদানের দাবি জানিয়েছেন।
তাঁর এই অলরাউন্ড ফর্মে মুগ্ধ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কেউ কেউ এতটাই রশিদের পারফরম্যান্সে মুগ্ধ যে, তাঁরা চাইছেন এই আফগান তারকা ভারতীয় দলের হয়ে খেলুন। এ ধরনের অসংখ্য মেসেজ সোশ্যাল মিডিয়ার ঘোরাফেরা করতে থাকে।
ফিল্ডিংয়ের দুরন্ত ভূমিকা নেন রশিদ। তাঁর শক্তিশালী থ্রো-তে রান আউট হন নীতীশ রানা। এখান থেকেই নাইট রাইডার্সের ব্যাটিং অর্ডারে ধস নামে। সেই সঙ্গে শেষ ওভারে দুটি ক্যাচ ধরেন তিনি।
এরপর বল হাতেও নাইট ব্যাটিং অর্ডারে ভাঙনধরান রশিদ। রবিন উথাপ্পা, ক্রিস লিন ও অ্যান্দ্রে রাসেলের উইকেট নেন তিনি।
একটা সময় খুবই কোণঠাসা ছিল সানরাইজার্সের ইনিংস। শেখান থেকে শেষ তিন ওভারে ৫০ রান যোগ করে দলের রান ১৭৪-এ পৌঁছতে সাহায্য করেন রশিদ। শেষ ওভারে তিনি করেন ২৬ রান। শেষপর্যন্ত ১০ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন।
গতকাল কোয়ালিফায়ারে সানরাইজার্সের জয়ের নায়ক তরুণ আফগান স্পিনার। তাঁর ব্যাট ও বলের দাপটে কেন উইলিয়ামসনের দল ১৩ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে।
হায়দরাবাদ সানরাইজার্সের খেলোয়াড় রশিদ খান এখন আনন্দের সপ্তম স্বর্গে। এই আফগান লেগ স্পিনারের হাত ধরেই সানরাইজার্স দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে পৌঁছে গেল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -