কলকাতা: কাল আইএসএলে মুখোমুখি হতে চলেছে এসসি ইস্টবেঙ্গল (Sc East Bengal) ও এটিকে মোহনবাগান (Atk Mohun bagan)। তার আগেই লাল হলুদ ফুটবল সমর্থকদের জন্য় খুশির খবর। কাল ঐতিহাসিক ডার্বি ম্যাচে সাক্ষী থাকতে ক্লাব তাঁবুতেই ঢুঁ মারতে পারবেন তাঁরা। লেসলি ক্লডিয়াস সরণীতে ক্লাব তাঁবুতে ক্যাফেটেরিয়া খুলে দেওয়া হচ্ছে সমর্থকদের জন্য। সেখানেই ক্লাব কর্তৃপক্ষ একটি ইভেন্টের আয়োজন করেছে, যার নাম ''কফি উইথ ফুটবল''। সেখানেই কফির গ্লাসে চুমুক খে্তে খেতে খেলা উপভোগ করতে পারবেন সমর্থকরা। শুধু এটুকুই নয়, থাকছে লাইভ কমেন্ট্রিও। এছাড়া সবার জন্য় রয়েছে কমপ্লিমেন্টারি স্ন্যাকস। মাত্র তিনশো টাকার বিনিময়ে একটি বেসরকারি সংস্থার ওয়েবসাইট থেকে টিকিট কাটা যাবে। এক বছরের জন্য ক্লাবের মাসিক পত্রিকা ‘ইস্টবেঙ্গল সমাচার’ পাওয়া যাবে। শুধু তাই নয়, ক্লাবের বিভিন্ন পণ্য কিনলে বিপুল ছাড় পাওয়া যাবে।
গত মরসুমে এসসি ইস্টবেঙ্গল আইএসএল-এ অভিষেক ম্যাচেই এটিকে মোহনবাগানের কাছে হেরে গিয়েছিল। দ্বিতীয় ডার্বিতেও লজ্জাজনক হারের মুখ দেখতে হয়েছিল রবি ফাওলারের দলকে। বছর ঘুরে ফের ডার্বি। এবার অবশ্য আর লাল-হলুদ শিবিরে নেই লিভারপুলের কিংবদন্তি ফাওলার। তাঁর বদলে এসসি ইস্টবেঙ্গলের প্রধান কোচ হয়ে এসেছেন স্পেনের হোসে ম্যানুয়েল দিয়াজ। এবার লাল-হলুদের বিদেশিরাও বদলে গিয়েছেন। এবারের আইএসএল-এর প্রথম ম্যাচে জামশেদপুর এফসি-র সঙ্গে ১-১ ড্র করেছে লাল-হলুদ। দ্বিতীয় ম্যাচই ডার্বি। গতবারের পারফরম্যান্সের বিচারে এটিকে মোহনবাগানের চেয়ে পিছিয়ে থাকলেও, স্বপ্ন দেখছে লাল-হলুদ জনতা।
হাইভোল্টেজ ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে হাবাস বলে দিলেন বিশেষজ্ঞরা খাতায় কলমে তাঁদের এগিয়ে রাখলেও তিনি ও তাঁর দল সেই তত্ত্ব মানতে নারাজ। এটিকে মোহনবাগান কোচ বলেন, ''এসসি ইস্টবেঙ্গল এ বার একেবারে নতুন দল গড়েছে, নতুন কোচ নিয়েছে। এই অবস্থায় থিতু হতে অন্তত এক বছর লেগে যায়। কিন্তু ভারতে সব কিছু খুব দ্রুত তৈরি করে নিতে হয়। এখানে চূড়ান্ত ফলকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই এখানে কেউ এগিয়ে আছে, এ কথা বলা যাবে না। কেন কেউ এগিয়ে থাকবে? আমাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচটা অন্য শহরে হচ্ছে, কোনও সমর্থক থাকবে না। দুই পক্ষের কাছেই এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ।''
প্রথম ম্যাচে নজর কেড়ে নিয়েছেন ক্রোয়েশিয়ার অ্যান্টনিও পেরোসেভিচ। তিনি যেভাবে অনায়াসে বাঁ পায়ের ছোট্ট টোকায় তিন-চারজনকে কাটিয়ে নিয়েছেন, তাতে বড় ম্যাচ জয়ের জন্য তাঁর উপরেই বাজি ধরছেন সমর্থকরা। লাল-হলুদের প্রধান কোচ অবশ্য গোটা দল নিয়েই ভাবছেন। একা পেরোসেভিচ ম্যাচ জিতিয়ে দেবেন, এই আশা করছেন না দিয়াজ। পেরোসিভচকে নিয়ে প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘প্রথম ম্যাচে অ্যান্টনিও পেরোসেভিচ ভাল খেলেছে। তবে দলের সবাইকেই ভাল খেলতে হবে। ওকে সাহায্য করতে হবে। তাহলেই আমরা জিততে পারি।’