কলকাতা: আইএসএলে (ISL) ডার্বির পর দিন পাঁচেক কেটে গিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র করেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। কিন্তু সেই ম্যাচের আক্ষেপ যেন যাচ্ছে না কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat)। তিনি দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ ১২ বছর পর কোনও বড় ট্রফি জিতেছে লাল-হলুদ শিবির। ওড়িশা এফসি-কে হারিয়ে কলিঙ্গ সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। তবে যুবভারতীতে মোহনবাগানের বিরুদ্ধে ড্র করেছে ইস্টবেঙ্গল। এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি ইস্টবেঙ্গল।


সেই ম্যাচের রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছে। শাস্তি পেতে পারেন জেনেও ফের একবার সরব হলেন ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত। শনিবার আইএসএলইস্টবেঙ্গলের সামনে নর্থ ইস্ট ইউনাইটেড। বৃহস্পতিবার সেই দ্বৈরথের আগে সাংবাদিক বৈঠকে কুয়াদ্রাত বলেন, 'প্লে অফে যেতে গেলে ম্যাচ জিততেই হবে আমাদের। প্লে অফই আমাদের লক্ষ্য। তাই তিন পয়েন্টের জন্য লড়াই করব। খারাপ রেফারিংয়ের জন্যই আমরা মাত্র দুটো ম্যাচে জিতেছি। কিছু ম্যাচে শেষ মুহূর্তের রেফারিং আমাদের জিততে দেয়নি। আগের ম্যাচেও তিন পয়েন্ট নিশ্চিত ছিল। শেষ মুহূর্তে ওই ফাউলটা দেওয়া হয়নি। ফলে দু’পয়েন্ট মাঠেই রেখে আসতে হয়েছে।'


রেফারিং নিয়ে কুয়াদ্রাত ঝাঁঝাল স্বরে বলেছেন, 'অনেক দিন ধরে ভারতীয় ফুটবলের সঙ্গে আমি যুক্ত। সেই ২০১৬ সাল থেকে। অনেক কিছু দেখেছি। যখন কোনও ম্যাচে একটি দলকে একটা পেনাল্টি দেওয়ার পর আরও একটি পেনাল্টির আবেদন করা হয়, তখন উল্টো দিকের দলও পেনাল্টি পেয়েছে কি না সেটা দেখা হয়। যখন কোনও দলের ফুটবলার লাল কার্ড দেখে, খেয়াল করে দেখবেন ম্যাচের শেষে অপর দলের ফুটবলারও লাল কার্ড দেখেছে। সব সময়েই দু’দলের মধ্যে একটা ভারসাম্য রাখা হয়।'


ওড়িশা ম্যাচের উদাহরণ টেনে কুয়াদ্রাত বলেছেন, 'অনেক ম্যাচে আমরা শেষ মুহূর্তে খারাপ রেফারিংয়ের শিকার হয়েছি। ওড়িশা ম্যাচের কথা মনে করে দেখুন। যেহেতু ড্র হচ্ছিল ম্যাচ তাই রেফারি ভেবেছিলেন সবাই খুশি থাকবে। একটা পেনাল্টি না দিলে কিছু এসে যায় না। দু’বার পেনাল্টির আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। ভাল রেফারি থাকলে অন্তত তিন-চারটে ম্যাচে আমরা তিন পয়েন্ট পেতে পারতাম। এমন বলছি না যে, রেফারির জন্য প্লে-অফে যেতে পারব না। কিন্তু ওঁদের নিরপেক্ষতা থাকলে ফলাফল অন্য রকম হতে পারত।'


আরও পড়ুন: মৃত্যুর পরেও ভারতীয় ক্রিকেটকে উপহার দিয়ে চলেছেন সচিনের কোচ! যশস্বীর সাফল্যের কাহিনি



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।