কলকাতা: ডার্বিতে দুই দলের সমর্থকদের কেন দুরকম দাম দিয়ে টিকিট কিনতে হবে, প্রশ্ন তুলেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। প্রতিবাদে ডার্বির টিকিট বয়কট করার কথা ঘোষণা করেছিল সবুজ-মেরুন শিবির।


তবে বিতর্কের মুখে টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিল লাল-হলুদ শিবির (East Bengal FC)। ইস্টবেঙ্গল ক্লাব ঘোষণা করল, ১০ মার্চের ডার্বির টিকিটের দাম দুই দলের সমর্থকেরাই সমান দামে কিনতে পারবেন। যে ঘোষণার পর ময়দানে উচ্ছ্বাস। বাংলার ফুটবলপ্রেমীরাও উন্মাদনায় ফুটছেন।


ইস্টবেঙ্গল ক্লাব বিবৃতিতে লিখেছে, '১০ মার্চ আইএসএলের কলকাতা ডার্বির টিকিটের দাম নিয়ে কিছু ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যা দূর করতে চাইছি আমরা। আমরা শুনেছি টিকিটের দামের অসঙ্গতি বাংলার ফুটবলপ্রেমী মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে।' কেন ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য টিকিটের দাম কম রাখা হয়েছিল, তা নিয়ে ব্যাখ্যাও দিয়েছে ইস্টবেঙ্গল। যারা এবারের ডার্বির আয়োজক। ইস্টবেঙ্গল বিবৃতিতে লিখেছে, 'ফুটবলে এরকম টিকিটের দামের তারতম্য সর্বত্র হয়। বিষয়টা মোটেও অস্বাভাবিক নয়। মনে করিয়ে দিতে চাই যে, আগের দফায় ৩ ফেব্রুয়ারির ডার্বির জন্য মোহনবাগান সুপার জায়ান্টও একই পন্থা অবলম্বন করেছিল, যেখানে কট্টর সমর্থকদের জন্য টিকিটের দামে ছাড় দেওয়া হয়েছিল। আমরাও সেই ভাবেই সমর্থকদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছিলাম।'      


 






তবে মোহনবাগান সুপার জায়ান্টের বিক্ষোভের পর আসরে নামেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর মধ্যস্থতাতেই ইস্টবেঙ্গল অবস্থান পাল্টেছে বলে খবর। যে খবর জানিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবও। বিবৃতিতে লিখেছে, 'ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, টিকিটের দাম নিয়ে কোনও তারতম্য থাকবে না আর সেটা এখন থেকেই কার্যকর করা হচ্ছে। বহু প্রত্যাশিত এই ম্যাচের জন্য সব টিকিটের দাম একই রাখা হচ্ছে।'       


ইস্টবেঙ্গল ক্লাব এ-ও জানিয়েছে যে, ফুটবলের স্বার্থেই তাদের এই পরিবর্তিত সিদ্ধান্ত।


আরও পড়ুন: তাঁকে খেলানো নিয়ে কুম্বলে-কোহলির ঝগড়া! সেই ধর্মশালাতেই ভেল্কি কুলদীপের





আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে