সৌভিক মজুমদার, কলকাতা: ন্যাজাট থানার দক্ষিণ আক্রাতলায়, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ১০ মার্চ সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সভা করার অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। সভায় কোনও উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না বলেও জানিয়ে দিল হাইকোর্ট।


শুভেন্দুর সভায় অনুমতি: ১০ ই মার্চ, ন্যাজাট থানার অন্তর্গত দক্ষিণ আক্রাতলায় সভা করতে চেয়ে, আদালতের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওইদিন, সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সেখানে সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে একই সঙ্গে আদালত এও জানিয়ে দিল যে, কোনও উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না। এদিন রাজ্য সরকারের আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, “সভার অনুমতি না দিয়ে কাকে রক্ষা করতে চাইছেন ? সভা আটকাতেই কি প্রস্তাবিত সভাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে?


হাইকোর্ট সভার অনুমতি দেওয়ার পরই, সোশাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী। পোস্টে লেখা, ব্যর্থ রাজ্য প্রশাসনের তরফে সন্দেশখালিতে আমার জনসভা আটকানোর যে নির্লজ্জ প্রচেষ্টা, তা মহামান্য হাইকোর্ট ফের ধূলিসাৎ করে দিয়েছে। হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি।


 





রবিবার ৩ রাজনৈতিক দলের এই মেগা কর্মসূচিতেই নজর রয়েছে সব মহলের। সন্দেশখালিতে বিজেপির সভার পাশাপাশি ১০ টি সভা করার কথা রয়েছে সিপিএমের। ওই একইদিনে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল। বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা ও একাধিক জনকল্য়াণমূলক প্রকল্পের টাকা অন্য়ায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্য়াচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতেই এই ব্রিগেড সমাবেশ বলে জানিয়েছিল তৃণমূল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Birbhum News: খাদ্যে বিষক্রিয়ার অভিযোগ, দইবড়া খেয়ে অসুস্থ ২৫