বেঙ্গালুরু: এবারের আই লিগের শুরুটা ভাল করতে পারেনি ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে আইজল এফসি-র সঙ্গে ড্র করার পরে প্রবল চাপে পড়ে গিয়েছিল ট্রেভর জেমস মর্গ্যানের দল। ডিএসকে শিবাজিয়ন্স এবং চার্চিল ব্রাদার্সকে হারানোর পর চতুর্থ ম্যাচে বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে চাপ সরিয়ে ছন্দ ফিরে পেয়েছিল ইস্টবেঙ্গল। টানা তিন ম্যাচে জয় না পাওয়ায় এবার আবার চাপে মেহতাব, ওয়েডসনরা। কাল অ্যাওয়ে ম্যাচে সামনে বেঙ্গালুরু। প্রথম লেগের মতো এবারও জয় ছিনিয়ে নিয়ে আই লিগ জয়ের দৌড়ে টিকে থাকাই লক্ষ্য ইস্টবেঙ্গলের।


গত ৬টি ম্যাচে জয় পায়নি বেঙ্গালুরু। অ্যালবার্ট রোকার দল ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি। বারাসতে লাল-হলুদের জালে বল জড়ানো সিকে বিনীথ বলছেন, লড়াই কঠিন হলেও, ভাল খেলতে পারলে তাঁরা জিততেই পারেন। তবে ইস্টবেঙ্গল জয় ছাড়া অন্য কিছু ভাবতে নারাজ। কারণ, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। অধরা আই লিগ জয়ের আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া জরুরি। তাই কাল জয়ের লক্ষ্যেই ঝাঁপাবে মর্গ্যানের দল।