কলকাতা: বৃহস্পতিবার দিনটির জন্য অপেক্ষা করেছিলেন লাল-হলুদ শিবিরের সকলে। কারণ, এদিনই ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে খেলতে কলকাতায় এলেন বাংলাদেশের জাতীয় মহিলা দলের ফুটবলার সানজিদা আখতার (Sanjida Akhter)। বৃহস্পতিবার শহরে পা রাখলেন তিনি। লাল-হলুদ জার্সি গায়ে মহিলাদের আই লিগ খেলবেন সানজিদা। বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনের পর সানজিদাকেও দেখা যাবে ভারতের ক্লাব ফুটবলে। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন ইস্টবেঙ্গলের কর্তারা। পরে ক্লাবের তরফে সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করা হয়। লেখা হয়, 'আমাগো বাসায় স্বাগতম, সানজিদা!' 


আরও আগেই ভারতে আসার কথা ছিল সানজিদার। কিন্তু ভিসা সমস্যায় আসা হচ্ছিল না। মঙ্গলবার ভিসা সমস্যা মিটে যেতেই বৃহস্পতিবার কলকাতায় চলে এলেন বাংলাদেশের মহিলা ফুটবলার। বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে বুধবারই সানজিদা বলেছিলেন, “ভিসা হয়ে গিয়েছে। বৃহস্পতিবার কলকাতা যাচ্ছি।” 


সানজিদার আগে বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন ভারতের মহিলা ফুটবল লিগে খেলতে এসেছিলেন। তিনি এখন কিকস্টার্ট এফসি-তে খেলেন। ইস্টবেঙ্গলের সঙ্গে কিকস্টার্টের ম্যাচ রয়েছে ৫ ফেব্রুয়ারি। সেই দিন বাংলাদেশের দুই সতীর্থের একে অপরের বিপক্ষে খেলা দেখতে পারেন সমর্থকেরা। সেই ম্যাচ নিয়ে এখন থেকেই উন্মাদনা তৈরি হয়েছে অনেকের মধ্যে।


ইস্টবেঙ্গলে যে আসবেন, আগেই ইঙ্গিত দিয়েছিলেন সানজিদা। এর আগেও ভারতের ক্লাব থেকে প্রস্তাব ছিল তাঁর কাছে। তবে বসুন্ধরার সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় আসতে পারেননি। এ বার ইস্টবেঙ্গলের প্রস্তাব পেয়ে আর ফেরাননি সানজিদা। ক্লাবের ঐতিহ্য কিছুই অজানা নয় তাঁর। যে কারণে লাল-হলুদের প্রস্তাব ফেরাতে পারেননি। 


 






সানজিদা এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমার অবশ্যই লক্ষ্য থাকবে ইস্টবেঙ্গলের হয়ে নিজের সেরাটা দেওয়ার। আপাতত দলে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছি। ফুটবল টিম গেম। লিওনেল মেসিও একা জেতাতে পারবে না। আমি অবশ্য টিমের বাকিদের সম্পর্কে খুব বেশি জানি না। ইস্টবেঙ্গলেও টিমের বাকিরা কেমন খেলছে, তার ওপরও সাফল্য নির্ভর করবে।'


আরও পড়ুন: বাবার আকস্মিক মৃত্যুর ধাক্কা, অবসাদ কাটিয়ে ২২ গজে লড়াই, সূর্যোদয়ের স্বপ্ন দেখছে বাংলা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে