কলকাতা: সিবিআই (CBI) দফতরে হাজিরা দিলেও ইডির (ED) তলবে গেলেন না এসএসসি দুর্নীতির 'মিডলম্যান' প্রসন্ন রায়। সূত্রের খবর, বিপুল সম্পত্তির উৎস খুঁজতেই তলব প্রসন্নকে তলব। 


ইডির তলবে হাজিরা এড়ালেন প্রসন্ন রায়: SSC নিয়োগ দুর্নীতি মামলায়, বাড়ি-অফিসে ম্যারাথন তল্লাশির ৮ দিনের মাথায় এদিন মিডলম্যান প্রসন্ন রায়কে তলব করে ED। সূত্রের খবর, প্রসন্ন ED-কে জানিয়েছেন, নিয়োগ দুর্নীতির একটি মামলায় আজ নিজাম প্যালেসে CBI দফতরে যাবেন। তাই ED-র দফতরে যেতে পারছেন না। ED সূত্রে খবর, প্রসন্নকে প্রতিনিধি পাঠাতে বলা হয়। ED-র দাবি, তল্লাশিতে প্রসন্নর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। নিয়োগ দুর্নীতির মানি ট্রেল খুঁজে বার করতেই এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে ডেকে পাঠায় বলে সূত্রের খবর। কিন্তু সিবিআই দফতরে হাজিরা দিলেও ইডি দফতরে গেলেন না নিয়োগ দুর্নীতি মামলার 'মিডলম্যান'। 


সুপ্রিম কোর্ট থেকে জামিনের ৭০ দিনের মাথায় গত সপ্তাহে নিয়োগ দুর্নীতির 'মিডলম্যান' প্রসন্ন রায়ের 'দুয়ারে' যায় ইডি। নিউটাউনে প্রসন্নর একাধিক ঠিকানা সহ ৮ জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সল্টলেকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্যবসা রয়েছে প্রসন্ন রায়ের, রয়েছে কার রেন্টাল সার্ভিসও। সল্টলেকের এই অফিসেও হানা দিয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, প্রসন্ন রায়ের অন্তত ৪০০ থেকে ৪৫০ টি জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে। কোথাও নিজের নামে, কোথাও পরিবারের সদস্যদের নামে সম্পত্তি কিনে রেখেছেন নিয়োগ দুর্নীতির 'মিডলম্যান'। এই সম্পত্তিগুলির 'ডিড ভ্যালু' ১২৫ কোটি। কিন্তু 'মার্কেট ভ্যালু' ৪০০ থেকে ৫০০ কোটি টাকা। আর এই বিপুল সম্পত্তিতেই নজর রয়েছে ইডির। শুধু ট্রাভেল এজেন্সির ব্যবসা করেই ৪০০ কোটির সম্পত্তি কেনা সম্ভব? উত্তর খুঁজতেই  নিউটাউনের আইডিয়াল ভিলায় প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি আধিকারিকরা। আইডিয়াল ভিলা ১০৫ নং বাংলোতে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ১০৬ নম্বর আইডিয়াল ভিলায় নিয়ে যাওয়া হয়েছিল তাঁর পরিবারের অন্যান্য সদস্যদরে।                                       


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: BJP: নতুন ভোটারদের জন্য প্রধানমন্ত্রীর বার্তার সরাসরি সম্প্রচার, মিলল না পুলিশের অনুমতি, প্রতিবাদে বিক্ষোভ