কলকাতা: দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতে চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। সব কিছু ঠিকঠাক চললে ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করতে চলেছেন ইয়াগো ফালকে (Iago Falque)। যিনি স্পেনের যুব দলে খেলেছেন। স্পেনীয় ফরওয়ার্ড কবে পা রাখছেন এদেশে, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ইস্টবেঙ্গল ক্লাব থেকে আনুষ্ঠানিকভাবে ফালকের সইয়ের ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, ভিসা পেলেই ভারতে পা রাখবেন ফালকে।


ক্লাব ফুটবলে এএস রোমার হয়ে দু’বছর খেলেছেন ইয়াগো। ২০১৫-১৭ সাল পর্যন্ত ইতালির ক্লাব রোমাতে খেলেছেন তিনি। সেই সময় লিভারপুল তারকা মহম্মদ সালাহও খেলতেন ওই ক্লাবে। তোরিনো, রায়ো ভায়েকানো, টটেনহ্যাম হটস্পার, সাদাম্পটনের মতো ক্লাবেও খেলেছেন ইয়াগো। কলম্বিয়ার একটি ক্লাবের হয়ে গত বছর খেলেছেন ৩৪ বছরের এই স্প্যানিশ ফরওয়ার্ড। 


সুপার কাপের প্রথম ম্যাচে হায়দরাবাদকে হারিয়েছে ইস্টবেঙ্গল শিবির। চলতি মাসের ১৯ তারিখ রয়েছে ডার্বি। সেই মেগা ম্যাচে ইয়াগোর নামার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, ভিসা পেয়ে ভারতে তাঁর আসা এখনও সময় সাপেক্ষ। মূলত আইএসএলের জন্যই তাঁকে নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।  


রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমিতে কেরিয়ার শুরু ইয়াগোর। পরে বার্সেলোনার যুব দলের হয়ে খেলেন প্রায় আট বছর। সেখান থেকে চলে যান য়ুভেন্তাসে। ভিয়ারিয়াল, টটেনহ্যাম, রোমা-সহ একাধিক ক্লাবে খেলেন তিনি। কলম্বিয়ার ক্লাব থেকে ইস্টবেঙ্গলে আসছেন ইয়াগো। সুপার কাপে রবিবার ফের নামছে ইস্টবেঙ্গল। লাল-হলুদের প্রতিপক্ষ শ্রীনীধি ডেকান।


চলতি সুপার কাপের ম্যাচে ইস্টবেঙ্গল তাঁদের প্রথম জয় পেয়েছে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। ইস্টবেঙ্গল শিবির এই জয়ে খুশি। তাদের ডিফেন্ডার লালচুঙনুঙ্গা ও তারকা উইঙ্গার নাওরেম মহেশ সিংহ এই মুহূর্তে রয়েছে কাতারে, এএফসি এশিয়ান কাপের জন্য। হরমনজ্যোৎ সিং খাবরার চোট। বাকিদের নিয়ে খেলেই সাফল্য পাচ্ছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত, যিনি প্রায় চার বছর পরে লাল-হলুদ জনতাকে আশার আলো দেখিয়েছেন। ডুরান্ড কাপে ৫৫ মাস পর কলকাতা ডার্বি জিতে লাল-হলুদ শিবির। যদিও শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছেই হেরে রানার্স আপ হয়েছে তারা। আইএসএলেও গত তিন বারের চেয়ে অনেক ভাল পারফরম্যান্স দেখিয়েছে তারা।


আরও পড়ুন: ৫১ পূর্ণ করলেন দ্রাবিড়, জন্মদিনে দ্য ওয়ালের কেরিয়ারের ৯ কোহিনূর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে