কলকাতা: শনিবারই আই লিগে লাল হলুদের বোধন৷ বারাসত স্টেডিয়ামে আইজল এফসি-র মুখোমুখি হতে চলেছে মর্গ্যান ব্রিগেড৷ তারুণ্যে ভরা আইজলের সঙ্গে পাল্লা দিতে কঠোর প্রস্তুতিতে মগ্ন মর্গ্যান ব্রিগেড৷ প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তারা৷ পাশাপাশি চিন্তায় রেখেছে বারাসত স্টেডিয়ামের আর্টিফিশিয়াল টার্ফও৷ যা গতবছর ভুগিয়েছে লাল হলুদকে৷ আর্টিফিশিয়াল টার্ফে চোট পেয়েছিলেন ফুটবলাররা৷ তাই প্রথম থেকেই সাবধানী ইস্টবেঙ্গল৷
‘নাও অর নেভার’৷ কোচের দায়িত্ব নিয়েই ফুটবলারদের একথা জানিয়ে দিয়েছেন মর্গ্যান৷ লাল হলুদের অন্যতম পোড় খাওয়া ফুটবলার মেহতাব হোসেনও জানিয়ে দিয়েছেন, এবার আইলিগ জিততে না পারলে দল ছেড়ে দেবেন৷ নিজের এই অঙ্গীকারই কি চাপটা আরও বাড়িয়ে দিল? মানতে নারাজ মেহতাব৷
এদিকে, আইলিগ অভিযান শুরুর আগেই বেকায়দায় মোহনবাগান৷ রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে বাগানের ম্যাচ বাতিল৷ সেখানে আই লিগের কোনও ম্যাচ হবে না বলে জানিয়ে দিল গ্রিন ট্রাইব্যুনাল৷ ওই স্টেডিয়ামে ম্যাচ করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, এই মর্মে সুভাষ দত্তর করা মামলার প্রেক্ষিতে সেখানে রবিবারের বাগান-চার্চিল ম্যাচের উপর স্থগিতাদেশ জারি করে গ্রিন ট্রাইব্যুনাল৷ ম্যাচ খেলার আর্জি জানিয়ে এদিন দুপুরে আবেদন জানায় বাগান৷ কিন্তু, শেষ পর্যন্ত তা খারিজ হয়ে যায়৷ শেষ পর্যন্ত বারাসত স্টেডিয়ামে সরে গিয়েছে ম্যাচ৷
কাল আই লিগ অভিযান শুরু ইস্টবেঙ্গলের, ম্যাচ সরল মোহনবাগানের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jan 2017 08:31 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -