কলকাতা: ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় লড়াই মনে করা হয় এই ম্যাচকে। এই একটা ম্যাচকে ঘিরে উত্তেজনায় টগবগ করেন দুই দলের কোটি কোটি সমর্থক। কেন ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান দ্বৈরথকে ভারতীয় ফুটবলের সেরা আকর্ষণ মনে করা হয়, শনিবার তা ফের একবার প্রমাণিত হল সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে। সেয়ানে সেয়ানে টক্কর হল দুই দলের। গোল, পাল্টা গোল, আক্রমণ-প্রতি আক্রমণে জমজমাট দ্বৈরথ। পেনাল্টি, গোল, কার্ড, নাটকের সব উপকরণ হাজির থাকল। এবং শেষ পর্যন্ত দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ শেষ হল অমীমাংসিতভাবে। ২-২ গোলে।


দুবার এগিয়ে গিয়েও শেষরক্ষা করতে পারল না ইস্টবেঙ্গল। এদিন একটি নজির গড়ার সুযোগ ছিল লাল-হলুদ বাহিনির সামনে। আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টকে কখনও হারাতে পারেনি ইস্টবেঙ্গল এফসি। এদিন ৮৬ মিনিট পর্যন্ত যখন ২-১ গোলে এগিয়েছিল ইস্টবেঙ্গল, মনে করা হয়েছিল আইএসএলে প্রথমবার মোহনবাগানকে হারানোর নজির গড়বে ইস্টবেঙ্গল। কিন্তু ৮৭ মিনিটে দিমিত্রি পেত্রাতসের গোলে সেই সুযোগ নষ্ট হল। ম্যাচ শেষ হল ২-২ ব্যবধানে।


ম্যাচের শুরু থেকেই দাপট ছিল লাল-হলুদ বাহিনির। শুরুর তিন মিনিটের মাথায় বাঁদিক থেকে আক্রমণ করে ইস্টবেঙ্গল। নাওরেম মহেশ বল বাড়ান নিশুকে। তিনি ক্রস বাড়ান অজয় ছেত্রীকে। লক্ষ্যভেদ করেন অজয়। এগিয়ে যায় ইস্টবেঙ্গল।


তবে সেই লিড দীর্ঘস্থায়ী হয়নি। ১৭ মিনিটের মাথায় গোল করে সমতা ফেরান সাদিকু। প্রথমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানে।


দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। ম্যাচের বয়স তখন ৫৫ মিনিট। বক্সের মধ্যে মহেশকে ধাক্কা টাংরির। পেনাল্টির সিদ্ধান্ত রেফারির। পেনাল্টি থেকে গোল করলেন ক্লেটন সিলভা। ইস্টবেঙ্গল এগিয়ে যায় ২-১। 


 






৮৭ মিনিট। মোগনবাগান সুপার জায়ান্টের রক্ষাকর্তা হিসাবে হাজির হন দিমিত্রি পেত্রাতস। তাঁর গোলে সমতা ফেরায় মোহনবাগান। ম্যাচ শেষ হয় ২-২ গোলে। এই ড্রয়ের ফলে ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আইএসএল টেবিলে পাঁচ নম্বরে থাকল মোহনবাগান সুপার জায়ান্ট। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল থাকল সাত নম্বরে।- 


আরও পড়ুন: দ্বিতীয় সন্তানের অপেক্ষায় 'বিরুষ্কা', ফাঁস করলেন এ বি ডিভিলিয়ার্স


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।