নয়াদিল্লি: সমস্ত জল্পনার অবসান ঘটালেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এ বি ডিভিলিয়ার্স (AB De Villiers)। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) অনুপস্থিতি নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটালেন তিনি। ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) কোলে আসতে চলেছে তাঁদের দ্বিতীয় সন্তান (Second Child)। উল্লেখ্য, আইপিএলের 'রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর' দলের দুই খেলোয়াড় বিরাট ও ডিভিলিয়ার্সের বন্ধুত্ব সকলের জানা। 


দ্বিতীয় সন্তান আসছে তারকা দম্পতির কোলে!


জল্পনার অবসান ঘটালেন মিস্টার ৩৬০ ডিগ্রি। ম্যাচ থেকে আপাতত বিরতি নিয়ে পরিবারকে প্রাধান্য দেওয়ার কোহলির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন এ বি ডিভিলিয়ার্স। বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ তিনি। তাঁর কথায়, জীবনের এই গুরুত্বপূর্ণ সময় প্রিয় মানুষের সঙ্গে থাকার জন্য কর্মবিরতির নেওয়ার ফলে তাঁর সমালোচনা করা একেবারেই উচিত নয়। শনিবার তাঁর ইউটিউব চ্যানেলে ডিভিলিয়ার্স এক অনুরাগীর প্রশ্নের উত্তরে বলেন, 'আমি জানি যে ও ভালই আছে। ও আপাতত ওর পরিবারের সঙ্গে খানিক সময় কাটাচ্ছে, সেই কারণে প্রথম দুটো টেস্ট ম্যাচে থাকতে পারছে না। আমি আর কিছু নিশ্চিত করছি না। ওর ফেরৎ আসার অপেক্ষায় আছি। ও ভাল আছে।' 


এরপরই অনুরাগীদের মন রাখতে তিনি কিং কোহলির সঙ্গে তাঁর মেসেজে কথোপকথন পড়ে শোনান। তিনি সম্ভবত অন্য হাতে ফোন দেখে বলতে শুরু করেন, 'দেখি ও আমাকে কী বলেছিল। আমি আপনাদের (অনুরাগীদের) অল্প খানিক হলেও ভালবাসা দিতে চাই।' এরপর তিনি পড়ে শোনান, 'আমি ওকে লিখেছিলাম, 'কিছুদিন ধরেই তোমার খোঁজ নেব ভাবছিলাম। তুমি কেমন আছ?' বিরাট বলেন, 'পরিবারের সঙ্গে এখন থাকতে হবে। আমি ভাল আছি'।' এরপর তিনি আরও বলেন, 'হ্যাঁ, ওঁর দ্বিতীয় সন্তান আসতে চলেছে। হ্যাঁ, এটা পরিবারের সঙ্গে থাকার সময় এবং এই সমস্ত জিনিস ওঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই প্রাধান্য তাঁর পরিবার। তার জন্য বিরাটের সমালোচনা করা যায় না। হ্যাঁ, ওকে আমরা মিস করি। তবে ও একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।'


আরও পড়ুন: Sandeep Reddy on Kiran Rao Comment: 'গিয়ে আগে আমির খানকে জিজ্ঞেস করুন', নাম না করে কিরণকে কটাক্ষ সন্দীপ রেড্ডি ভাঙ্গার






ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) প্রথম দুই টেস্টে খেলবেন না বিরাট কোহলি (Virat Kohli)। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)-এর তরফে। যদিও কেন বিরাট বেন স্টোকসদের বিরুদ্ধে খেলবেন না, তা জানায়নি বোর্ড। বরং তখন বলা হয়েছিল, এ নিয়ে যেন জল্পনা না করা হয়। যদিও তাতে কৌতূহল থামেনি। বারবার উঠে আসে অনুষ্কা-প্রসঙ্গ। তাহলে কি অনুষ্কা শর্মার সন্তানসম্ভবা হওয়ার খবর সঠিক? সন্তান জন্মের সময় অনুষ্কার পাশে থাকবেন বলেই কি প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহলি? সম্প্রতি একাধিক রিপোর্টে দাবি করা হয় যে কোহলির মা অসুস্থ, সেই কারণেই তিনি সরে দাঁড়িয়েছেন। তবে সেইসব রিপোর্টকে নাকচ করে দিয়েছেন বিরাটের দাদা বিকাশ কোহলি (Vikas Kohli)। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।