কলকাতা: মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি-র ম্যাচে (ISL) খলনায়ক হয়েছিলেন রেফারি রাহুল গুপ্ত। একের পর এক লাল এবং হলুদ কার্ড দেখিয়েছিলেন। সব মিলিয়ে ৭টি লাল ও সমসংখ্যক হলুদ কার্ড দেখিয়ে রেকর্ড করেছিলেন রেফারি।


এবার ইস্টবেঙ্গলের (East Bengal) ম্যাচেও রেফারিংয়ের মান নিয়ে উঠল প্রশ্ন। ঘরের মাঠে ওড়িশা এফসি-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল। এই ম্যাচের শেষের দিকে অন্তত দু’বার পেনাল্টি পেতে পারত ইস্টবেঙ্গল। ম্যাচের একেবারে শেষের দিকে ওড়িশার এক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়েছিলেন। সেই বল লাগে তাঁরই সতীর্থ মুর্তাদা ফলের হাতে। রেফারি পেনাল্টি দেননি। উল্টে প্রতিবাদ করায় ইস্টবেঙ্গলের দুই ফুটবলারকে হলুদ কার্ড দেখান। ইনজুরি টাইমের খেলা চলাকালীন ওড়িশার বক্সে জেরি ফেলে দেন ইস্টবেঙ্গলের এক ফুটবলারকে। তাতেও পেনাল্টি দেওয়া হয়নি। যা নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে দুই প্রধানেরই সমর্থকদের মধ্যে। মোহনবাগান ও ইস্টবেঙ্গল - দুই চিরপ্রতিদ্বন্দ্বী বড় ক্লাবের সমর্থকেরা এই একটা বিষয়ে অন্তত একমত যে, কলকাতার ক্লাবগুলিকে বারবার পক্ষপাতদুষ্ট রেফারিংয়ের শিকার হতে হচ্ছে।


আইএসএলে এই নিয়ে টানা তিনটি ম্যাচে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের। টানা চার ম্যাচে অপরাজিত লাল-হলুদ শিবির। শক্তিশালী ওড়িশাকে আটকে দেওয়ার জন্য কৃতিত্ব দিতে হবে কার্লেস কুয়াদ্রাতের ছেলেদের। পাশাপাশি রেফারির দু’টি সিদ্ধান্ত বিপক্ষে না গেলে এই ম্যাচে তিন পয়েন্ট পাওয়ার কথা ইস্টবেঙ্গলের। দ্বিতীয়ার্ধে নিশ্চিত দু’টি পেনাল্টি পেল না ইস্টবেঙ্গল। মোহনবাগানের পর এই ম্যাচেও খলনায়ক সেই রেফারি।


মুম্বইয়ের পর কলকাতা। ফের বিতর্কিত রেফারিং। এদিন বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের জোড়া পেনাল্টির আবেদন খারিজ করলেন রেফারি সেন্থিল নাথান। যার ফলে ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে।‌ ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সাত নম্বরেই থাকল ইস্টবেঙ্গল। তবে আইএসএলে রেফারিংয়ের মান নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গেল।


ম্যাচের ৯০ মিনিটে সিভেরিওর শট আমে রানাওয়াডের মাথায় লেগে মুর্তাদা ফলের হাতে লাগে। কিন্তু পেনাল্টি দেননি রেফারি। তার তিন মিনিটের মাথায় আবার পেনাল্টির আবেদন ইস্টবেঙ্গলের। ইনজুরি টাইমে বক্সের মধ্যে বিষ্ণুর জার্সি টেনে ফেলে দেন জেরি। কিন্তু রেফারি কর্ণপাত করেননি। ঘরের মাঠে দু'পয়েন্ট হাতছাড়া হওয়ায় হয়তো আফশোস করবেন কুয়াদ্রাত। তবে পরপর চার ম্যাচে ক্লিনশিট রাখা নিশ্চয়ই তৃপ্তি দেবে স্পেনীয় কোচকে। নর্থ ইস্ট ম্যাচের পর জিততে না পারলেও পাঁচ ম্যাচে অপরাজিত লাল হলুদ শিবির।


আরও পড়ুন: ABP Exclusive: ট্রাকের ধাক্কায় টুকরো মেরুদণ্ড, হুইলচেয়ারে চেপেই স্বপ্নপূরণের 'দৌড়' অঙ্কিতের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে