# লাঞ্চ পর্যন্ত বাংলাদেশের প্রথম ইনিংসে রান ৬ উইকেট ৭৩। ৬০ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। ইশান্তের বলে ছয় রান করে আউট হন মাহমুদুল্লাহ।
#টসে জিতে ব্যাটিং নিয়ে শুরুটা একেবারেই ভালো হল না বাংলাদেশের। মাত্র ৩৮ রানে পাঁচ উইকেট হারিয়ে কোণঠাসা মমিনুল হকের দল। ভারতীয় পেসারদের দাপটে শুরু থেকেই নড়বড়ে দেখিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। ইমরুল কায়েসকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন ইশান্ত শর্মা। মাত্র চার রান করে এলবিডব্লু আউট হন তিনি। ১৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। স্কোরবোর্ডে দুই রান যোগ হওয়ার পরই ফের ধাক্কা খায় তারা। এবার উমেশ যাদব ফিরিয়ে দেন মমিনুল হককে। তিনি কোনও রানই করতে পারেননি। ১৭ রানেই তৃতীয় উইকেট পড়ে বাংলাদেশের। উমেশের বলেই কোনও রান না করে ফিরে যান মহম্মদ মিঠুন। মাত্র এক বলের ব্যবধানে জোড়া আঘাত হানেন উমেশ। এরপর মুশফিকুর রহিমকে বোল্ড করে দেন মহম্মদ শামি। মুশফিকুরও শূন্য রানে আউট হন। ১১.৫ ওভারেই ২৬ রানে চার উইকেট পড়ে যায় বাংলাদেশের। পঞ্চম উইকেট পড়তেও খুব বেশি দেরি হয়নি। উমেশের বলে শাদবান ইসলাম আউট হয়ে যান। ২৯ রান করে আউট হন তিনি। ১৪.২ ওভারে বাংলাদেশের অর্ধেক ইনিংস গুটিয়ে যায়।
#চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং নিল বাংলাদেশ।
বাংলাদেশের অধিনায়ক মমিনুল হক বলেছেন, পিচ শুকনো। সেজন্যই তাঁরা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। দলে দুটি পরিবর্তন হয়েছে। আল আমিন ও নইম এসেছেন দলে। বাদ পড়েছেন তাইজুল ও মেহিদি।
ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, তাঁরাও ব্যাটিংই নিতেন। ভারতীয় দলে কোনও পরিবর্তন হয়নি।
এর আগে ইন্দোরে সিরিজের প্রথম ম্য়াচে ভারত ইনিংস ও ১৩০ রানে বাংলাদেশকে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে। ইন্দোরে প্রায় একপেশে ম্যাচে বাংলাদেশকে দুইদিন বাকি থাকতেই ম্যাচ জিতেছিল ভারত। এরপর দ্বিতীয় টেস্ট ইডেনে দিন-রাতের। ভারতে এই প্রথম দিন-রাতের টেস্ট খেলা হচ্ছে।
ক্রিকেটের নন্দনকাননে আর কিছুক্ষণ পরেই ইতিহাস গড়ার অপেক্ষা। পিঙ্ক বল টেস্ট খেলতে নামছে ভারত-বাংলাদেশ। দিন-রাতের টেস্টের জন্য নতুন সাজে সেজে উঠেছে ইডেন গার্ডেন্স। অতিথি তালিকায় চাঁদের হাট। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে কপিল, গাওস্কর, সচিন, কুম্বলে, লক্ষ্মণের মত ক্রিকেট নক্ষত্র, সানিয়া মির্জা, পিভি সিন্ধু, গোপীচাঁদ, মেরি কমের মত ক্রীড়ানক্ষত্র। ইডেনে ম্যাচ দেখতে এলেন রানি মুখোপাধ্যায়ও। আজকের ম্যাচ ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে সিএবি। বেলা সাড়ে ১২টা সোনার কয়েনে টস হয়। এরপর ১২টা ৫০ মিনিটে ইডেন বেল বাজিয়ে ভারত-বাংলাদেশ ঐতিহাসিক পিঙ্ক টেস্টের উদ্বোধন করেন শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ও সচিন তেন্ডুলকর।
গোলাপি-জ্বরে আক্রান্ত তারকারাও। কলকাতায় এলেন মহম্মদ আজহারউদ্দিন ও সানিয়া মির্জা। সকালে কলকাতা বিমানবন্দরে নামেন তাঁরা। ইডেন টেস্টে গোলাপি বলে খেলা নিয়ে উত্তেজনার আঁচ পেতেই কলকাতায় আসা, জানালেন ক্রীড়া জগতের দুই তারকা।
ম্যাচ ঘিরে বাড়তি সতর্ক পুলিশ। ইডেন গার্ডেন্সে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আরও আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। কলকাতা গোয়েন্দা পুলিশের তরফেও থাকছে নজরদারি। তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার। সেখান থেকে নজর রাখবেন পুলিশ কর্মীরা। কম্যান্ডো এসকর্ট করে হোটেল থেকে টিমবাসে মাঠে আনা হবে দুটি দলকে। ইডেন গার্ডেন্সে তৈরি করা হয়েছে দুটি স্টিকার পার্কিং জোন। বাকিগুলি ফ্রি পার্কিং জোন।