ম্যাচ চলাকালে ফেডেরারকে ছবি তোলার জন্য পোজ দিতে অনুরোধ অনুরাগীর, তারপর যা হল... দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Nov 2019 09:46 AM (IST)
শুধু তাঁর ক্রীড়া দক্ষতাই নয়, তাঁর আচরণের জন্যও অনুরাগীদের মন জিতে নেন সুইতজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেডেরার। আরও একবার এমনই একটি ঘটনা দেখা গেল। এবার ভক্তের ছবি তোলার আর্জি নিয়ে শিরোনামে উঠে এলেন ফেড-এক্স।
নয়াদিল্লি:শুধু তাঁর ক্রীড়া দক্ষতাই নয়, তাঁর আচরণের জন্যও অনুরাগীদের মন জিতে নেন সুইতজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেডেরার। আরও একবার এমনই একটি ঘটনা দেখা গেল। এবার ভক্তের ছবি তোলার আর্জি নিয়ে শিরোনামে উঠে এলেন ফেড-এক্স। তিনি কিন্তু কোনও ফটোশ্যুট করাননি।আসলে যে ছবি ঘিরে আলোচনা চলছ, তা ফেডেরার ম্যাচের সময় তুলেছিলেন। তাও এক অনুরাগীর অনুরোধ মেনে। বুয়েনস আয়ার্সে সাশা জাভরেবের বিরুদ্ধে ম্যাচ খেলছিলেন তিনি। সেই সময় তাঁর এক অনুরাগী ফেডেরারকে ছবি তোলার জন্য পোজ দেওয়ার অনুরোধ করেন। আর ফেডারার তাঁর ওই অনুরাগীকে নিরাশ করলেন না। কোর্টেই একাধিক পোজ দিলেন। এভাবে অনুরাগীর অনুরোধ মেনে পোজ দেওয়ায় সোশ্যাল মিডিয়া ফেডেরারের প্রশংসায় মেতেছে। উল্লেখ্য, এই ম্যাচের আগে ফেডেরার বলেছিলেন, এখনই টেনিসকে বিদায় জানানোর কথা ভাবছেন না তিনি। তিনি বলেন, অবসর গ্রহণ আমার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে। এখনই থেমে যাওয়ার কোনও কারণ দেখছি না।