বুয়েনস আয়ার্সে সাশা জাভরেবের বিরুদ্ধে ম্যাচ খেলছিলেন তিনি। সেই সময় তাঁর এক অনুরাগী ফেডেরারকে ছবি তোলার জন্য পোজ দেওয়ার অনুরোধ করেন। আর ফেডারার তাঁর ওই অনুরাগীকে নিরাশ করলেন না। কোর্টেই একাধিক পোজ দিলেন।
এভাবে অনুরাগীর অনুরোধ মেনে পোজ দেওয়ায় সোশ্যাল মিডিয়া ফেডেরারের প্রশংসায় মেতেছে।
উল্লেখ্য, এই ম্যাচের আগে ফেডেরার বলেছিলেন, এখনই টেনিসকে বিদায় জানানোর কথা ভাবছেন না তিনি। তিনি বলেন, অবসর গ্রহণ আমার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে। এখনই থেমে যাওয়ার কোনও কারণ দেখছি না।