কলকাতা: প্রথমে অস্ট্রেলিয়া ও পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে বাদ পড়ার পর সীমিত ওভারের ক্রিকেটে রবিচন্দ্রণ অশ্বিন ও রবীন্দ্র জাডেজার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। একদিন ও টি-২০ ক্রিকেটে কুলদীপ যাদব, যযুবেন্দ্র চহাল ও অক্ষর পটেলদের দাপটের কাছে ক্রমশ প্রাসঙ্গিকতা হারাচ্ছে অশ্বিন-জাডেজার মত সিনিয়র বোলারদের ভূমিকা।
গুঞ্জন শুরু হয়েছে অনেক দিন ধরে। তবে কি শুধু টেস্টের জন্যই এবার বিবেচিত হবেন অশ্বিনরা? এই প্রশ্ন যখন ভারতীয় ক্রিকেটে জোরদার, তখনই ইডেনে চমক দেখালেন অশ্বিন। অফস্পিনার অশ্বিন একেবারে লেগস্পিনারের ভূমিকায়!
এদিন ইডেনের নেটে শুধু অফস্পিন নয়, বেশ কয়েকবার লেগস্পিন করেন অশ্বিন। তবে কি দুসরা, অফস্পিনের সঙ্গে লেগস্পিনের মত অস্ত্রও নিজের অস্ত্রভান্ডারে রেখে চহাল-কুলদীপদের সঙ্গে লড়াইয়ে থাকতে মরিয়া অশ্বিন!
শুধু তাই নয়, বিরাটদের অনুশীলন শুরুর আগে অশ্বিন একাই মাঠে এসে একটি স্টাম্প লাগিয়ে নাগাড়ে বোলিং করতে থাকেন। আরও তীক্ষ্ণ হওয়ার তাগিদেই।
এদিকে অশ্বিন যখন বোলিংয়ে বৈচিত্র্য আনার চেষ্টা, তখন ইডেনের অন্য নেটে রবার-ডিউস বলের বিরুদ্ধে অনুশীলন অজিঙ্ক রাহানের। শ্রীলঙ্কার স্লো-বোলিংয়ের বিরুদ্ধে মানাতেই এই অভিনব অনুশীলন।
এই অভিনব অনুশীলনের মাঝেই উইকেট ঋদ্ধিমান সাহার দাবি, তাঁদের এখন প্রথম টার্গেট প্রথম টেস্ট জয়। একদিকে অশ্বিনের প্রমাণ করার লড়াই। অন্যদিকে রাহানের অভিনব অনুশীলন। টেস্টের আগে সোমবার পড়ন্ত বিকেলে ভারতীয় দলে ক্রিকেট বৈচিত্র্যের রমরমা।