করাচি: পাকিস্তানের বিরুদ্ধে ‘উত্তেজক’ মন্তব্য করায় বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন আইসিসি সভাপতি এহসান মানি। তাঁর দাবি, আইসিসি-র বৈঠকে অনুরাগের মন্তব্য নিয়ে সরব হওয়া উচিত পিসিবি-র। আইসিসি যাতে বিসিসিআই সভাপতিকে তাঁর মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয়, সেই দাবিও জানানো উচিত পিসিবি কর্তাদের। ভারতে যাতে ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্ট আয়োজন করা না হয়, সেই চেষ্টাও করা উচিত পিসিবি-র।
আইসিসি প্রতিযোগিতার গ্রুপ পর্যায়ে ভারত-পাক ম্যাচেরও বিরোধিতা করেছেন মানি। তাঁর বক্তব্য, ‘এখন ভারত আমাদের বিরুদ্ধে আইসিসি প্রতিযোগিতার গ্রুপ পর্যায়ে না খেলার কথা বলছে। সত্যিটা হল, এই ম্যাচ থেকে আইসিসি প্রচুর অর্থ রোজগার করে। প্রধান তিনটি দলের প্রাধান্য থাকার সুযোগ নিয়ে ভারতই সিংহভাগ অর্থ পায়। তা সত্ত্বেও ওরা আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নারাজ। পিসিবি কর্তারা দীর্ঘদিন ধরেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ শুরু করার চেষ্টা করছেন। সেই কারণে তাঁরা বিসিসিআই-কে সন্তুষ্ট রেখে চলেছেন। কিন্তু এবার ভারতের নেতিবাচক মনোভাব স্পষ্ট হয়ে গিয়েছে। তাই আইসিসি বৈঠকে পাকিস্তানের সরব হওয়া উচিত।’
মানির সুরেই পিসিবি-র এগজিকিউটিভ কমিটির প্রধান নজম শেঠিও বিসিসিআই সভাপতির মন্তব্যের সমালোচনা করে বলেছেন, আইসিসি বৈঠকে তাঁরা কড়া জবাব দিতে তৈরি।
অনুরাগ ঠাকুরের সমালোচনায় এহসান মানি
Web Desk, ABP Ananda
Updated at:
05 Oct 2016 06:01 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -