লাস ভেগাস: মরসুমের প্রথম ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের(Real Madrid) মুখোমুখি হয়েছিল বার্সেলোনা (Barcelona)। তা সে যতই প্রাক মরসুম ম্যাচ হোক না কেন, মাদ্রিদ বা বার্সেলোনার বদলে লাস ভেগাসে খেলা হোক না কেন, ক্লাসিকোর গুরুত্ব সবসময়ই ভিন্ন। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই সমর্থকদের হতাশ করল না। দুরন্ত গোল, দুর্দান্ত কিছু সেভের পাশাপাশি দুই দলের খেলোয়াড়দের লড়াইটাও চোখে পড়ল এই ম্যাচে।


লেওয়ানডস্কির অভিষেক


সরকারিভাবে চুক্তি সই করার পর এটাই বার্সেলোনা জার্সিতে রবার্ট লেওয়ানডস্কির (Robert Lewandoeski) প্রথম ম্যাচ। তাই বার্সা সমর্থকরা বিশেষভাবে এই ম্যাচের দিকে তাকিয়ে ছিলেন। তবে লেওয়ানডস্কি হতাশ না করলেও, ম্যাচে রং ছড়ালেন আরেক নতুন খেলোয়াড় রাফিনহা। ম্যাচের ২৭ মিনিটে বাঁ-পায়ে পেনাল্টি বক্সের বাইরে থেকে জোরালো শটে রিয়ালের জালে বল জড়িয়ে দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, পাশাপাশি ভবিষ্যতের খানিকটা আভাসও দিয়ে রাখলেন তিনি। 


 






প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি করলেও, রিয়াল মাদ্রিদকে একেবারেই ছন্দে দেখায়নি। একেবারে শেষের দিকে সার্জিও বুস্কেটস এবং জর্দি আলবা মিলে ভিনিসিয়াস জুনিয়রকে কড়া ট্যাকেল করায় দুই দলের মধ্যে ঝামেলা লেগে যায়। কোনওক্রমে পরিস্থিতি শান্ত হয়। প্রাক মরসুমের ম্যাচে এমনিই কোনও দলই দুই অর্ধে এক দল রাখে না। ভেগাসের গরমে তেমনটা হওয়ার সুযোগও ছিল না। লেওয়ানডস্কিকে তুলে নেয় বার্সা। রিয়ালের হয়ে মাঠে নামেন মদ্রিচ, কাসেমিরো, ক্রুস। তারকা ত্রয়ী মাঝমাঠ নিয়ন্ত্রণ করায় রিয়ালের পারফরম্যান্স আগের থেকে ভাল হলেও, বার্সাই বেশি ভাল খেলছিল।


অনবদ্য কোর্তুয়া


থিবো কোর্তুয়া গোলে না থাকলে, এই ম্য়াচে হয় বার্সা আরও গুচ্ছের গোল করতে পারত। ম্যাচের শেষ ১০ মিনিটে বেলজিয়ান গোলকিপার কমপক্ষে অন্তত চারটি সেভ করে লস ব্লাঙ্কোসকে লজ্জার পরাজয়ের হাত থেকে রক্ষা করেন। উসমান দেম্বেলের বিরুদ্ধে জোড়া সেভ ছিল নজরকাড়া। ম্যাচের সেরা পারফর্মার বলতে গেলে কোর্তুয়াই। এই ম্যাচের পর বোঝাই গেল যে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের ছন্দে ফিরতে আরও কিছুটা সময়ের প্রয়োজন। অপরদিকে, প্রাক মরসুমে কাতালান ক্লাবের ভাল পারফরম্যান্স অব্যাহত। 


আরও পড়ুন: ডার্বি দিয়ে সূচনা, ডুরান্ড কাপের মাধ্যমে শুরু হচ্ছে ভারতীয় ফুটবল মরসুম