লন্ডন: অল ইংল্যান্ড কোর্টে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে বাজিমাত এলিনা রিবাকিনার। উইম্বলডনে নতুন রানি কাজাখস্তানের এই ২৩ বছরের তরুণী। তিউনেশিয়ার অনস জাবেউরের বিরুদ্ধে ফাইনালে ৩-৬, ৬-২, ৬-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেন রিবাকিনা। এশিয়ার প্রথম কোনও টেনিস প্লেয়ার হিসেবে উইম্বলডনে খেতাব জিতলেন রিবাকিনা। উল্লেখ্য, টুর্নামেন্টে ১৭ তম বাছাই ছিলেন রিবাকিনা। কিন্তু সবাইকে টেক্কা দিয়ে শেষ পর্যন্ত খেতাব জিতলেন এই তরুণী।


প্রথম সেট হেরেও প্রত্যাবর্তন


শনিবার অল ইংল্যান্ড কোর্টে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে শুরুটা অবশ্য ভাল হয়নি রিবাকিনার। প্রথম সেটে হেরে যান তিনি। ৩-৬ ব্যবধানে হারেন রিবাকিনা। তবে ১ ঘণ্টা ৪৮ মিনিটের এই ম্যাচে বাকি ২ সেটে পরপর জিতে ম্যাচ পকেটে পুরে নেন মস্কোয় জন্ম হওয়া রিবাকিনা। ২৩ বছরের এই তরুণী ২০১১ সালে পেত্রা কিভিতোভার পর সবচেয়ে কম বয়সি টেনিস প্লেয়ার হিসেবে মহিলাদের সিঙ্গস ফাইনালে উইম্বলডনে জয় পেলেন। ২০১১ সালে ২১ বছর বয়সে খেতাব জিতেছিলেন কিভিতোভা। এছাড়াও ২০১৫ সালের পর থেকে এই প্রথম এত কম বয়সে কোনও খেলোয়াড় উইম্বলডন ফাইনালে উঠেছিলেন  রিবাকিনা। এর আগে সেমিতে প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন সিমোনা হালেপকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন রিবাকিনা। সেই ম্যাচে সেমিতে ১ ঘণ্টা ১৫ মিনিটের লড়াই শেষে ৬-৩, ৬-৩ ব্যবধানে হালেপকে হারিয়ে দেন রিবাকিনা। 


রাশিয়ায় জন্ম উইম্বলডনের নতুন রানির


উল্লেখ্য, রাশিয়ার মস্কোতে জন্ম হয়েছিল রিবাকিনার। কিন্তু নিজের টেনিস কেরিয়ারে কাজাখস্তানের হয়েই খেলেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার কোনও প্লেয়ারকেই এবারের উইম্বলডনে অংশ নিতে দেওয়া হয়নি। রিবাকিনা যদি রাশিয়ার হয়ে খেলতেন তবে হয়ত তাঁরও এবারের উইম্বলডনে অংশ নেওয়া হত না।


আজ মুখোমুখি জকোভিচ-কির্গিয়স


আজ উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন নোভাক জকোভিচ ও নিক কির্গিয়স। খাতায় কলমে অবশ্যই এগিয়ে সার্বিয়ান টেনিস তারকা। তবে চমক দেওয়ার জন্য মরিয়া থাকবেন অজি টেনিস প্লেয়ার কির্গিয়সও।


আরও পড়ুন: ''কপিল দেবের বক্তব্য সমর্থন করি না'', বিরাটের পাশে তাঁর ছোটবেলার কোচ