নয়াদিল্লি: প্রয়াত ভারতীয় ফুটবলের প্রখ্যাত ধারাভাষ্যকার, সাংবাদিক ও লেখক নভি কাপাডিয়া। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর প্রয়াণে ভারতীয় ফুটবল মহলে শোকের ছায়া। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এসসি ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগানের পক্ষ থেকে ট্যুইট করে শোকপ্রকাশ করা হয়েছে।


প্রয়াত ধারাভাষ্যকারের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, তিনি বেশ কিছুদিন ধরেই মোটর নিউরন রোগে ভুগছিলেন। এই রোগের ফলে তাঁর মেরুদণ্ড ও মস্তিষ্কের স্নায়ু কাজ করা বন্ধ করে দেয়। এর ফলে তিনি গত ২ বছর ধরে বাড়িতেই চিকিৎসাধীন থাকতে বাধ্য হন। গত মাস থেকে তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়। আজ যাবতীয় লড়াই শেষ হয়ে গেল।


দু’দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ফুটবলে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন নভি। তিনি বেশ জনপ্রিয় ছিলেন। ভারতীয় ফুটবলের অতীত ও বর্তমান ছিল তাঁর নখদর্পণে। তাঁর ধারাভাষ্য শুনলেই ফুটবল সম্পর্কে জ্ঞানের পরিচয় পাওয়া যেত। দর্শকদের পাশাপাশি ফুটবলাররাও এই ধারাভাষ্যকারকে পছন্দ করতেন।


গত শতাব্দীর ন’য়ের দশক থেকে ধারাভাষ্যকার হিসেবে কাজ শুরু করেন নভি। জাতীয় লিগ, আই লিগ সহ বিভিন্ন প্রতিযোগিতায় ধারাভাষ্য দিয়েছেন তিনি। অসংখ্য কলকাতা ডার্বি, ভারতীয় দলের বহু ম্যাচে তাঁর ধারাভাষ্য শোনা গিয়েছে। ঘরোয়া ফুটবলের বেশিরভাগ প্রতিযোগিতাই কভার করেছেন তিনি। এছাড়া ৯বার বিশ্বকাপে সাংবাদিক হিসেবে গিয়েছেন তিনি। ভারতীয় ফুটবল নিয়ে তিনি বইও লিখেছেন।


ধারাভাষ্যকার হিসেবে কাজ করা ছাড়াও দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শ্রী গুরু তেগ বাহাদুর খালসা কলেজে অধ্যাপনাও করেন নভি। তিনি ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি প্রোক্টরও ছিলেন।


শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলেও, নভির ফুটবলপ্রেম ছিল সবকিছুর ঊর্ধ্বে। তিনি সবসময় ভারতীয় ফুটবলের উন্নতি চাইতেন। জাতীয় দল বা ভারতের কোনও ক্লাব আন্তর্জাতিক স্তরে সাফল্য পেলে তিনি খুশি হতেন।