মেলবোর্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেট হারিয়ে দিয়েছে ভারতীয় দল। আর যেই লড়াইয়ে নায়ক একজনই। বিরাট কোহলি। খাদের কিনারা থেকে দলকে টেনে এনে যেভাবে ম্যাচ জিতিয়েছেন তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ম্যাচ জেতার পর গোটা মাঠ অভিবাদন জানাল তাঁদের প্রিয় কিং কোহলিকে। ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস। ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা দিয়ে সাজানো ইনিংস। অধিনায়ক রোহিত শর্মা দৌড়ে এলেন মাঠে। কাঁধে তুলে নিলেন বিরাটকে। 


বিরাটকে স্নেহের আলিঙ্গন দ্রাবিড়ের


 






ম্যাচ জিতিয়ে ড্রেসিংরুমে ফিরেছিলেন বিরাট। সেই সময় লনে রাহুল দ্রাবিড় এসে তাঁর সঙ্গে আলিঙ্গন করেন। কোহলি তাঁর মাথা রাখেন কোচের বুখে। সোশাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই মন জিতে নিয়েছে এই ক্লিপিংস। লনে দ্রাবিড় ছাড়াও ছিলেন মহম্মদ শামি, কে এল রাহুল, যুজবেন্দ্র চাহাল। প্রত্যেকেই জড়িয়ে ধরে অভিবাদন জানান বিরাটকে। অস্ট্রেলিয়ার মাঠ বরবারই বিরাটের জন্য পয়া। এদিন আরও একবার তা বুঝিয়ে দিলেন কিং কোহলি।


তাঁদের সম্পর্ক নিয়ে ক্রিকেট বিশ্বে নানারকম জল্পনা। ভারতীয় ক্রিকেট (Team India) মহলে কান পাতুন। অনেকেই বলবেন, দু'জনের সম্পর্কের বরফ গলেনি।  যদিও সব জল্পনা ভেঙে চুরমার করে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানের হাত থেকে জয় ছিনিয়ে নিতেই মাঠে দৌড়লেন রোহিত। কোলে তুলে নিলেন ব্যাট হাতে জয়ের নায়ক বিরাট কোহলিকে (Virat Kohli)। ভারতীয় ক্রিকেট ভক্তরা যা দেখে মন্ত্রমুগ্ধ। সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু হয়ে গেল, দিনের সেরা দৃশ্য।