দুবাই: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের হ্যান্ডশেক বিতর্কের উত্তাপের মধ্যে হাফসেঞ্চুরির সেলিব্রেশন করতে গিয়ে সাহিবজাদা ফারহান ব্যাটকে বন্দুকের মতো বগলদাবা করে গুলি ছোড়ার ইঙ্গিত করেছিলেন। আর হ্যারিস রউফ হাতের ইঙ্গিতে ভারতের ৬টি যুদ্ধবিমান নামানো নিয়ে কটাক্ষ করেছিল, যা নিয়ে তোলপাড় হয়েছিল ক্রিকেটমহল।                      

সূত্রের খবর, সাহিবজাদা ফারহান ও হ্যারিস রউফের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে আইসিসি। এইসবের মধ্যেই এশিয়া কাপের ফাইনাল খেলার প্রস্তুতি নিচ্ছে ভারত-পাক দুই ক্রিকেট শিবির। এর আগে পাকিস্তানকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠে গিয়েছিল ভারত। অন্যদিকে, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তানও। পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি এবং হারিস রউফ দুর্দান্ত স্পেল করেন এবং তিনটি করে উইকেট নেন।                            

বাংলাদেশকে হারানোর পর হ্যারিস রউফ স্ট্যান্ডে গিয়ে পাকিস্তানের কিছু সমর্থকের সঙ্গে করমর্দন করেন। সেখানে, একজন আবেগপ্রবণ ভক্ত হ্যারিসকে অনুরোধ করেন যে যে কোনও মূল্যে ফাইনাল ম্যাচে ভারতকে হারাতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে, প্রায় কান্নায় ভেঙে পড়া ওই ভক্তকে বলতে শোনা গেছে, "বদলা লেনা হ্যায়। ইন্ডিয়া কো ছোড়না মত।' 

যদিও এরপর হ্যারিস দর্শকদের উদ্দেশে ফ্লাইং কিস ছুড়ে ওই স্ট্যান্ড থেকে বেরিয়ে যান। এই দৃশ্যের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ বাংলা। 

ভারতের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ভারতীয় সমর্থকদের উদ্দেশে রউফকে বিভিন্ন সময় বিভিন্নরকম ইঙ্গিত  করতে দেখা যায়। তার মধ্য়ে ছিল আমদাবাদে বিমান দুর্ঘটনা থেকে শুরু করে ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংসের ইঙ্গিত। ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তান দাবি করেছিল ভারতের ছ’টি রাফাল ভেঙেছেন তাঁরা। সেই দাবি উড়িয়ে দেয় ভারতীয় সেনা। তারা জানায়, ভারতের একটি যুদ্ধবিমানও পাকিস্তান ভাঙতে পারেনি। কিন্তু ভারতীয় ক্রিকেটপ্রেমীদের দিকে তাকিয়ে ম্যাচের আগে অনুশীলন তো বটেই, ম্যাচের সময়ও আঙুল দিয়ে ৬-০ ইঙ্গিত করেন রউফ। এইসব অঙ্গিভঙ্গি নিয়ে প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয় হ্যারিস রউফকে।