কলকাতা: বৃষ্টিবিঘ্নিত ইডেন টেস্টের দ্বিতীয় দিনে ভারতের বোলারদের দাপটে পাল্টা চাপে নিউজিল্যান্ড। আজ ভারতকে ৩১৬ রানে অলআউট করে দেওয়ার পর ব্যাট করতে নেমে দিনের শেষে  ১২৮ রানে ৭ উইকেট খুইয়ে বসেছে কিউয়িরা। ভুবনেশ্বর কুমার পাঁচ উইকেট নিয়েছেন।


বৃষ্টির জন্য চা পানের বিরতির আগেই খেলা বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘক্ষণ পর ফের খেলা শুরু হতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কিউয়িরা। খেলা বন্ধ হওয়ার আগে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৪ উইকেটে ৮৫ রান। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই রস টেলকে (৩৬) ফিরিয়ে দেন ভুবনেশ্বর। এরপর তাঁর শিকার মিচেল স্যান্টনার (১১) ও ম্যাট হেনরি (০)। বৃষ্টির পর ৯.২ ওভার হতেই এদিনের মতো খেলা শেষ হয়ে যায়।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এদিন শুরুতেই ধাক্কা খায় কিউয়িরা। তাদের ১০ রানের মাথায় প্রথম আঘাত হানেন বাংলার পেসার মহম্মদ শামি। ইডেনের চেনা পরিবেশে তিনি টম লাথামকে (১) ফিরিয়ে দেন। এরপর মার্টিন গাপটিল (১৩) ও হেনরি নিকোলসকে (১) ফিরিয়ে দিয়ে কিউয়িদের প্রবল চাপে ফেলে দেন ভুবনেশ্বর কুমার। মাত্র ২৩ রানের মধ্যে তিন উইকেট চলে যায় নিউজিল্যান্ডের। সেই অবস্থা থেকে দলের হাল ধরেন রস টেলর ও লুক রঞ্চি (৩৫)। এই জুটি ভাঙেন রবীন্দ্র জাডেজা। রঞ্চি ফিরে যাওয়ার পরেই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। ফের খেলা শুরু হতেই বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন ভুবনেশ্বর।

এর আগে ঋদ্ধিমান সাহার দৃঢ়তায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩০০ রানের গণ্ডি ছাড়ায় ভারত। গতকালের ৭ উইকেটে ২৩৯ রান হাতে নিয়ে খেলা শুরু করে ভারত।  কিন্তু দলের ২৭২ রানে রবীন্দ্র জাদেজা ফিরে যান। ওয়াগনারের বলে ১৪ করে আউট হন তিনি। এরপরই আউট হয়ে যান ভুবনেশ্বর কুমার (৫)। শেষ উইকেটে মহম্মদ শামির সঙ্গে জুটিতে ৩৫ রান যোগ করেন ঋদ্ধি। শেষপর্যন্ত ১৪ রানে আউট হন শামি। ঘরের মাঠে ঋদ্ধি ৫৪ রান করে অপরাজিত থেকে যান।
নিউজিল্যান্ডের পক্ষে হেনরি তিনটি এবং ট্রেন্ট বোল্ট, নিল ওয়াগনার ও জিতন পটেল দুটি করে উইকেট পেয়েছেন। স্যান্টনার পেয়েছেন একটি উইকেট।