অ্যান্টিগা: ভারতীয় দলের কোচ হিসাবে পুনর্নিবাচিত হয়ে রবি শাস্ত্রী জানালেন, তাঁর লক্ষ্য হল দায়িত্ব থেকে অব্যহতি নেওয়ার সময় যেন সন্ধিক্ষণটা মসৃণ হয় সেটা নিশ্চিত করা। পাশাপাশি জানিয়ে দিলেন, টিম কম্বিনেশন নিয়ে পরীক্ষানিরীক্ষা চলবে।

বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, 'আগামী দুবছর সন্ধিক্ষণটা যাতে মসৃণ হয় নিশ্চিত করতে চাই। কারণ প্রচুর তরুণ দলে আসবে। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। পাশাপাশি টেস্ট ক্রিকেটেও অনেক তরুণ সুযোগ পাবে। আরও তিন-চারজন বোলারকে শনাক্ত করতে হবে। সেগুলোই চ্যালেঞ্জ। ২৬ মাস পরে যখন দায়িত্বের মেয়াদ শেষ হবে, তখন দলকে সুখী জায়গায় দেখতে চাই। যাতে ভবিষ্যতের সামনে দৃষ্টান্ত রাখতে পারে ছেলেরা।'

শাস্ত্রী আরও বলেছেন, 'আমার দৃঢ় বিশ্বাস এই দলটা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। মাঠে যতক্ষণ খেলছে শুধু সেই সময়টা নয়, তার পরেও উদাহরণ তৈরি করতে হবে। এমন একটা ছাপ রাখতে হবে যাতে কয়েক দশক পরেও অন্যান্য দল আমাদের অনুকরণ করতে চায়। সেটাই আমাদের ইচ্ছা। আণরা সেই রাস্তাতেই হাঁটছি।' শাস্ত্রী যোগ করেছেন, 'উন্নতির জায়গা সব সময়ই রয়েছে। তবে এত তরুণ ক্রিকেটারের উঠে আসাটা উত্তেজক ব্যাপার। যদি দুর্দান্ত কিছু করা তোমার লক্ষ্য হয় এবং যদি নিজেদের জন্য একটা মান ঠিক করতে হয়, তাহলে খুঁটিনাটি ব্যাপারেও মনোনিবেশ করতে হবে।'

তাঁর অধীনে বিরাট কোহলিরা যে ভাল খেলেছেন, মনে করিয়ে দিয়েছেন শাস্ত্রী। বলেছেন, 'গত দু-তিন বছরের পারফরম্যান্স দেখলে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছি আমরা। তবে একটা মান ছেলেরা তৈরি করেছে। এবার ওদেরই সেই মানটা আরও বাড়াতে হবে। আর কোনও রাস্তা নেই। চেষ্টা করতেই হবে। তাতে ফলাফলে প্রভাব পড়লেও দলের জন্য সেরা কম্বিনেশনটা বোঝা যাবে।' শাস্ত্রী যোগ করেছেন, 'গত চার-পাঁচ বছরে ফিল্ডিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ফিল্ডিংয়ে বিশ্বের সেরা দল হতে চাই আমরা। তাই এই দলে খেলার স্বপ্ন দেখলে ফিল্ডিংয়ে জোর দিতেই হবে। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে। সকলে মিলে পরবর্তী পর্যায়ে পৌঁছনোর চেষ্টা করব।'